বিশেষ প্রতিবেদক: ‘পরিকল্পিত পর্যটন বিকাশ ও রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে কক্সবাজারের প্রকৃতিকে কাজে লাগাতে একটি যুথসই মহাপরিকল্পনা প্রনয়ন দরকার। সেই প্লাণ গঠনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পথ চলা। আর একটি মহাপরিকল্পনা বাস্তবায়নে কমপক্ষে দু’যুগ সময় লাগে। এ দীর্ঘ সময়ে রাজনৈতিক কারণে ক্ষমতার পট পরিবর্তনে পূর্বের নেয়া অনেক পদক্ষেপ স্থমিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে বদলে ফেলা হয় আগের করা স্ট্রাকচার। চলমান সময় ও পরবতী প্রশাসনের মাঝে মতানৈক্য উন্নয়নে প্রতিবন্ধক হয়ে দেখা দেয়। তাই স্বপ্নের কক্সবাজার গড়তে পরিকল্পিত অতীত কর্মকান্ডের সাথে ভবিষ্যত কর্মে প্রশাসন ও স্থপতিদের মাঝে সর্বদা মতৈক্য প্রয়োজন।’
কক্সবাজারে আয়োজিত ‘কক্সবাজারের উন্নয়নে প্রকৌশলীদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে উপস্থিত প্রকৌশলীগণ এ অভিমত ব্যক্ত করেছেন।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে জেলা শহরে শুধুমাত্র কক্সবাজারেই উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সবুজের মিতালীর কারণে পর্যটনের স্বার্থে এটি গঠন করে সরকার। তাই পরিকল্পিত পর্যটনের স্বার্থে এখানকার প্রতিটি স্থাপনা ও অবকাঠামো ইমারত আইন মেনে করা বাধ্যতামূলক। অবকাঠামোর পাশাপাশি স্বপ্œের পরিচ্ছন্ন কক্সবাজার বিনির্মাণে সুষ্ট ড্রেনেজ ব্যবস্থা দরকার। অধিবাসীরা অবকাঠামো করতে অবশ্যই স্থপতিদের স্বরণাপন্ন হবেন। তাই নকশা অংকনে এসব বিষয় মাথায় রাখলেই সব কিছুর সমন্বয়ে পরিকল্পিত কক্সবাজার গড়তে স্থপতিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
সেমিনারে জানানো হয়, কক্সবাজারের লালদিঘী, গোলদিঘীসহ পুরোনো তিনটি পুকুরকে দৃষ্টিনন্দন করে সাজাতে পরিকল্পনা নেয়া হয়েছে। মেরিন ড্রাইভ, হোটেল-মোটল রোড়, এয়ারপোর্ট সড়ক, বাঁকখালীর তীরে নতুন সড়ক নির্মাণ ও বর্জ্যসহ পানি শোধন প্রকল্পসহ সাতটি প্রকল্প ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাশ হয়েছে। তবে পৌরসভার অসহযোগিতার কারণে উন্নয়ন কাজের উদ্যোগ নিতে বেগ পেতে হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
শুক্রবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কক্সবাজার বিতরণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র আয়েজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল লে. কর্ণেল আনোয়ার উল হক।
আই্ইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান স্থপতি সাদেক মোহাম্মদ চৌধুরির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে কউক’র উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি সারোয়ার উদ্দিন আহমেদ।
স্থপতি এনামুল হকের সহযোগিতায় আইইবি চট্টগ্রামের সম্পাদক স্থপতি প্রবীর কুমার সেন‘র সঞ্চালনায় সেমিনারে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন আইইবি’র ভাইস চেয়ারম্যান (হিসাব) এম, এ রশীদ, ভাইস চেয়ারম্যান (প্রশাসন) স্থপতি উদয় শেখর দত্ত, কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান স্থপতি জ. স. ম বখতিয়ার, স্থপতি মোহাম্মদ হারুন, স্থপতি এ এস এম নাসিরউদ্দিন চৌধুরি, স্থপতি প্রবীর কুমার দে ও স্থপতি নজরুল হক প্রমুখ।
সেমিনারে কক্সবাজার বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ কক্সবাজার কেন্দ্রের চেয়ারম্যান কক্সবাজার গণপূর্ত বিভাগের প্রকৌশলী নুরুল আমিন মিয়া, সাধারণ সম্পাদক বদিউল আলমসহ ২৫-৩০ জন স্থপতি, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।