হাফিজুুুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের বাজার প্রাঙ্গনসহ প্রধান সড়কে যত্রতত্র ময়লাআবর্জনার কারণে দিনে দিনে পর্যটন সম্ভাবনাময় এলাকাটি কেমন যেন ভাগাড়ে পরিণত হয়েছে। তাই পরিচ্ছন্ন এলাকা গড়ে তুলতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি নিজেই হাতে তুলে নিলেন ঝাড়ু আর ময়লা পরিস্কারের বেলচা। তিনি বলেন, পরিচ্ছন্ন নাইক্ষ্যংছড়ি গড়ে তোলা তাঁর একটি স্বপ্ন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল এগারটায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পরামর্শে- শোভাযাত্রার মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ি বাজার এবং থানা মোড়ে ফেলে রাখা ময়লাআবর্জনা পরিস্কারের
কচি।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিষ্কার করুন। তখন পাশের মানুষও আপনাকে দেখে উদ্যোগী হবেন। এতে ধীরে ধীরে নাইক্ষ্যংছড়ি পরিচ্ছন্ন উপজেলায় পরিণত হবে। সুন্দর এই উদ্যোগের জন্য
তিনি সদরের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীকে ধন্যবাদ জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।