নিজস্ব প্রতিবেদকঃ পর্দা উঠলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র (সিবিআইইউ) আইনবিভাগ আয়োজিত ল প্রিমিয়ার লীগ (এলপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের। ২য় বারের মত আয়োজিত এই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় গতকাল শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টায়। এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে।
আনুষ্ঠানিকতা শেষে মাঠে উদ্বোধনী ম্যাচে লড়াইয়ে নামে লিগ্যাল রাইটার্স বনাম লিগ্যাল ফাইটার্স। টসে জিতে প্রতিপক্ষের প্রতি ১০৯ রানের টার্গেট ছুড়ে দেয় লিগ্যাল ফাইটার্স। যাত্রা শুভ করতে প্রতিপক্ষ লিগ্যাল রাইটার্সও ব্যাটিং যুদ্ধ চালায়। কিন্তু শেষ পর্যন্ত ৯৫ রানে গিয়ে থেমে যায় লিগ্যাল রাইটার্স। ধরাশয়ী হয় প্রতিপক্ষের কাছে। উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিয়ে এগিয়ে যায় লিগ্যাল ফাইটার্স।
প্রথমদিনে মাঠে গড়ায় আরও একটি ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হয় ল বার্নার্স বনাম লিগ্যাল স্টার্স। ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করে ল বার্নার্স।
আয়োজক কমিটির সদস্য মারুফ বিন কবির জানান, টুর্নামেন্টেটি ২য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে। আইনবিভাগের ৬টি দল এতে অংশ নিয়েছে। দল গুলো লিগ্যাল রাইটার্স, লিগ্যাল ফাইটার্স, লিগ্যাল স্টার্স, লিগ্যাল হান্টার্স, ল বার্নার্স ও ল ব্লাস্ট। প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয়েছে লিগ্যাল রাইটার্স ও ল বার্নার্স।
শুক্রবার ঘড়ির কাটায় সকাল ৮টা থেকেই আইনবিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করে স্টেডিয়ামে। ছাত্রদের তুলনায় কম ছিল না ছাত্রীর সংখ্যাও। মাঠের উত্তেজনা বিরাজ করে গ্যালারির সহপাঠিদের মধ্যে। টুর্নামেন্টকে কেন্দ্র করে আগামির আইনবিদদের উল্লাসে মুখরিত হয়ে উঠে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চায় বরাবরই এগিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রনগরীর একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’। এটি আরও একবার মনে করিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সকালে মৃদু শীতের মিষ্টি রোদে শিক্ষার্থীদের পাশাপাশি মাঠে হাজির হন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আইনবিভাগের চেয়ারম্যান ড. নায়ীম আলীমুল হায়দার, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) আব্দুস সবুর, সহকারি রেজিস্ট্রার কুতুব উদ্দিন, আইনবিভাগের শিক্ষক রাজিদুর রহমান, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মালেক, লাইব্রেরিয়ান মোতালেব হোসেন ও জেলা ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফরিদুল আলম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মইন উদ্দিন।
আইনবিভাগের চেয়ারম্যান ড. নায়ীম আলীমুল হায়দার বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে শিক্ষার্থীরা বিপথে যায় না। এটি মানসিক উন্নতির বিকাশ ঘটায়। তরুণ প্রজন্মকে করে আলোকিত ও অপরাধ মুক্ত।
তিনি আরো বলেন, খেলায় জয়-পরাজয় বড় কথা নয়। অংশগ্রহণের মাঝেও আনন্দ আছে। তবে যারা হারবে তারাও আগামীর জন্য তৈরী হবে। সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সমাপ্তি প্রত্যাশা করেন তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।