২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হার্ডলাইনে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ

পর্যটকদের ছবি তুলতে অনুরোধ করতে পারবে না ফটোগ্রাফাররা

 


বিশেষ প্রতিবেদক:

বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকদের সঙ্গে প্রায়ই স্থানীয় ফটোগ্রাফারদের ঝামেলার কথা শোনা যায়। অপ্রয়োজনে বেশি ছবি তুলে টাকা হাতিয়ে নেয়ার খবরও আছে। তাই পর্যটকবান্ধব কক্সবাজার গড়ে তুলতে ফটোগ্রাফারদের নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো.জিল্লুর রহমানের নির্দেশে গতকাল বৃহস্পতিবার ফটোগ্রাফারদের সাথে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া। এতে বেশ কিছু সিদ্ধান্তও নেয়া হয়। বলা হয়েছে, কোনো পর্যটককে ছবি তুলতে কেউ অনুরোধও করতে পারবে না। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

১)ট্যুরিস্টের সঙ্গে অবশ্যই ভাল ও সৌজন্য মূলক আচরণ করতে হবে।
২)ট্যুরিস্ট তার পছন্দের কিছু ছবি নিতে চাইলে সর্বোচ্চ ৫ টাকা করে নিতে পারবে।
৩) উঠানো সব ছবি নিতে চাইলে ছবি প্রতি সর্বোচ্চ ৩ টাকা করে নিতে পারবে।
৩)একই ছবি একাধিক বার উঠিয়ে ট্যুরিস্টকে তা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না।
৪)উঠানো ছবির বিষয়ে ট্যুরিস্টের কোন আপত্তি থাকলে সবগুলো ছবি ট্যুরিস্টকে না দিয়ে ডিলিট করে দেওয়ার হুমকি দেয়া যাবে না।
৫) ছবি উঠানো সংক্রামে ট্যুরিস্টের সাথে দ্বিমত দেখা দিলে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সমাধান করতে হবে।

পুলিশ কর্মকর্তা মনিরুল জানান, প্রতিনিয়ত কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটকদের সাথে কথা বলে তাদের অনুভূতি ও বিভিন্ন বিষয় জানেন ট্যুরিস্ট পুলিশ। শুধু ফটোগ্রাফারদের হয়রানী বন্ধ নয়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে ট্যুরিস্টি পুলিশ কক্সবাজার।

তিনি আরও জানান, ইতিমধ্যে পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও পর্যটকদের সাথে ভালো ব্যবহার করা জন্য বিচ বাইক ড্রাইভারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।কক্সবাজারে আগত পর্যটকরা যেকোন সমস্যায় ট্যুরিস্ট পুলিশের ০১৩২০১৫৯০৮৭ নাম্বারে সেবা নেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।