পাকিস্তান-ভারত সীমান্তে ফের দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ভারতীয় সৈন্যসহ চারজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখার হিমালয় অঞ্চলে এ ঘটনা ঘটে ।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসক চৌধুরী মুহাম্মদ আলতাফ
দাবি করেন, পাকিস্তান সীমান্তের ভেতরে একটি গ্রামকে লক্ষ্য করে ভারতীয় সৈন্যরা শেল ও মর্টার নিক্ষেপ করে।
‘এরমধ্যে একটি শেল সীমান্তের ওই গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এতে এক নারী ও তার মেয়ে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, এ ঘটনায় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল নিতিন জোশি বলেন, পাকিস্তানি সৈন্যদের গুলিতে আমাদের এক সৈন্য নিহত হয়েছেন।
এর আগে সোমবার একই এলাকায় গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো ছয়জন। সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।