২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

পাঠকদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে দৈনিক কক্সবাজার

daily
দুই যুগপুর্তি ও ২৫ বছরের পদার্পন উপলক্ষে পাঠকদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়েছে দৈনিক কক্সবাজার। গতকাল বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাঠক ও শুভানুধ্যায়ীদের ঢল নামে। দৈনিক কক্সবাজার পরিবারকে একে একে শুভেচ্ছা জানাতে আসেন সাংসদ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, কক্সবাজারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রাত পৌনে ৯টায় আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর শুরু হয় শুভেচ্ছা জানানোর পালা।
আলোচনা অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘কক্সবাজারকে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সাংবাদিকতা শিখিয়েছে দৈনিক কক্সবাজার। আমাদের লেখা শিখিয়েছে। কক্সবাজারবাসী যখন পত্রিকা চিনতো না, তখন পত্রিকা দেখিয়েছিলেন এই অঞ্চলের প্রতিথযশা সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম।’ তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরীতে একটি মুক্তমঞ্চ তৈরী করা হবে। সেই মঞ্চের নামকরণ করা হবে দৈনিক কক্সবাজার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলামের নামে।’ সাংসদ কমল দৈনিক কক্সবাজারের উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বলেন, ‘পাঠকদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে দৈনিক কক্সবাজার।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন, সহকারি পুলিশ সুপার নুতন চাকমা, জাসদ কক্সবাজার জেলা শাখার সভাপপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক বদিউল আলম, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক কালের কন্ঠের কক্সবাজারস্থ স্টাফ রির্পোটার তোফায়েল আহমেদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল হক, মমতাজ উদ্দিন বাহারী, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি এমআর খোকন, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নুপা আলম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি সুনীল বড়–য়া, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, আইনজীবী সাকি এ কাউছারসহ অনেকে।
আলোচনা সভা শেষে দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পত্রিকা কর্তৃপক্ষ। একে একে ফুলেল শুভেচ্ছা জানান, সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কাউন্সিলর হেলাল উদ্দীন কবিরের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা, এড. মো: তারেকের নেতৃত্ব জেলা জাতীয় পার্টি, বিশ্বজিত পাল বিশু ও আশরাফুল হুদা সিদ্দিকি জামশেদ এর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী, সাধারণ সম্পাদক উজ্জ্বল করের নেতৃত্বে কক্সবাজার পৌর আওয়ামী লীগ, সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দীনের নেতৃত্বে জেলা যুবদল, সম্পাদক আয়াবুল ইসলামের নেতৃত্বে দৈনিক আজকের দেশবিদেশ, নির্বাহী সম্পাদক মহসীন শেখের নেতৃত্বে সকালের কক্সবাজার, সাধারণ সম্পাদক হাসানুর রশিদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের পক্ষে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: ইউসুফ বদরী, ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দীনের নেতৃত্বে কক্সবাজার সাহিত্য একাডেমী, শাহজালাল ব্যাংক, মো: হাশেম এর নেতৃত্বে খবর বিতান ডট কম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন, হলিচাইল্ড স্কুলের পরিচালক ইকবাল উদ্দিন, দৈনিক কক্সবাজারের উখিয়াস্থ স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, মহেশখালীস্থ স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন, পরিচালনা সম্পাদক আয়াছুর রহমানের নেতৃত্ব দৈনিক আজকের কক্সবাজার পরিবার, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও যুগ্ম সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থা, আব্দুল কুদ্দুসের নেতৃত্বে প্রথম আলো, অনলাইন পত্রিকা ঢাকা টাইমসের পক্ষে কক্সবাজার প্রতিনিধি বলরাম দাশ অনুপম, সৈকত পেপার এজেন্সির পক্ষে মালিক অজুন দাশ, কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কাউন্সিলর আকতার কামাল, হোছাইনুল ইসলাম মাতবরের নেতৃত্বে রামু সমিতি, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারির নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ, জেলা খেলাঘর, কৃষকলীগের কেন্দ্রী নেতা রেজাউল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরুল ইসলামের নেতৃত্বে সীগাল হোটেল, এডভোকেট তাপস রক্ষিতের নেতৃত্বে কক্সবাজা থিয়েটার, ওমরের নেতৃত্বে কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরা পার্সন এসোসিয়েশন, মানবাধিকারকর্মী শাহানা আক্তার পাখি, সাইফুল ইসলাম সাইকীর নেতৃত্বে কক্সবাজার টাইমস, পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইসের পক্ষে পাবলিক রিলেশন অফিসার সায়ীদ আলমগীর, বঙ্গবন্ধু জয় বাংলা লীগ কক্সবাজার জেলা শাখার পক্ষে দেওয়ার হোসেন, সম্পাদক সাইফুর রহিম শাহীনের নেতৃত্বে দৈনিক আমাদের কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।