৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

পাহাড়ের গায়ে আলো ছড়িয়ে সকাল নামে চট্টগ্রামে

বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নতির দিকে ধাবিত হলেও এখানে এখনও সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। আর সেই শহরের সকাল নামে মিঠে কড়া রোদের ছোয়ায়। পাহাড়ের ফাঁক নিয়ে উঁকি দিতে দিতে সূর্য আলো ছড়ায় চারদিকে। আর সেই সৌন্দর্যে মুগ্ধ হন আগত পর্যটকরা।

আজ সোমবার থেকে বন্দর নগরীতে শুরু হচ্ছে পর্যটন বিষয়ক সচিব পর্যায়ের আন্তর্জাতিক সেমিনার। হোটেল রেডিসন ব্লুতে তিনদিন ব্যাপী বিশ্ব পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও এর জয়েন্ট কমিশনের ২৯তম বৈঠকে বিশ্বের ৯টি দেশ থেকে মন্ত্রী, সচিব, উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। আর এ উপলক্ষে এই নগরির বিভিন্ন রাস্তায় ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। এতে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ।

 

রাজধানী ঢাকার মত চট্টগ্রামেরও ঘুম ভাঙে আলো ফুটার আগেই। সেই সময় থেকেই স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা রাস্তায় জগিং করেন। কেউ কেউ হাঁটেন। আবার কর্মব্যস্ত মানুষ কাজেও বের হয়। পাহাড়ি এলাকার বৃক্ষরাজির ফাঁক দিয়ে সূর্য উঁকি দিলে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয়। যা সবাইকে মুগ্ধ করে।

পাহাড়তলীর আবদুল মোবারক সকালে হাঁটতে বেরিয়েছেন। ব্র্যাক ব্যাংকের এই কর্মকর্তা জাগো নিউজকে বলেন, দেশের সবগুলো মহানগরের মধ্যে চট্টগ্রাম তার সবচেয়ে প্রিয়। এজন্য এখানে তিনি ৯ বছর ধরে চাকরি করছেন।

 

তিনি জানান, এখানকার সূর্য অস্ত যাওয়া ও ওঠা প্রতিদিনই তিনি উপভোগে করেন।

স্বাস্থ্যকর শহর নামেও পরিচিতি আছে এ শহরের। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বঙ্গোপসাগরে কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এ বন্দর নগরী।

phar

চট্টগ্রামের ওয়াসা মোড়ে সকালে কথা হয় চা বিক্রেতা মমিনের সঙ্গে। ঢাকা থেকে এসেছি জেনেই হেসে বলেন, ওই শহরে আপনারা ক্যামনে থাকেন। খালি জ্যাম আর জ্যাম। আমি দুই বছর ছিলাম। কিন্তু আর যাই নাই। দম নেয়া যায় না। চট্টগ্রাম অনেক ভাল।

চট্টগ্রামের বিখ্যাত হোটেল র্যাডিসন ব্লু এর কর্মকর্তারা জানান, বন্দর নগরীতে দিন দিন বিদেশিদের যাতায়াত বাড়ছে। এদের বেশির ভাগই ব্যবসার কাজে আসেন। আর অনেকে আসেন পর্যটক হিসেবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।