মোহাম্মদ আলী। দুই হাত নেই তার। এ অবস্থায় অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে অদম্য এ শিক্ষার্থী। ডান পা দিয়ে তিনি লেখা ও খাওয়ার কাজ করেন। পা দিয়ে লিখে তিনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা ভালোভাবে শেষ করেছেন। তিনি এবার চট্টগ্রাম জেলায় লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজ কেন্দ্র থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি উপজেলা সদরে মোস্তাফিজুর রহমান কলেজের ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকার আমিন শরীফ ও শামসুন্নাহারের সন্তান। জন্ম থেকে সে প্রতিবন্ধী। অভাব-অনটনের সংসারে কষ্ট করে মা-বাবা তাকে লালন-পালন করে যাচ্ছে। মোহাম্মদ আলী ২০০৯ সালে উত্তর বড়হাতিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও ২০১৫ সালে বড়হাতিয়া বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। পা দিয়ে লিখে এসএসসিতে “এ” মাইনাস পেয়েছে। ক্রিকেট-ফুটবলও খেলে সে। কাঁধে ব্যাট চেপে ধরে ক্রিকেট খেলায় ব্যাটিংও করে।
মোহাম্মদ আলী বলেন, আমার দুই হাত নেই তো কী হয়েছে? আমি মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই। লেখাপড়া শেষে চাকরি করব। মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান বলেন, মোহাম্মদ আলী কলেজে নিয়মিত ক্লাস করত। কলেজের প্রতিটি অভ্যন্তরীণ পরীক্ষায় ফলাফল ভালো করেছে। এইচএসসি পরীক্ষায়ও ভালো ফল করবে বলে আমরা আশা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান বলেন, পরীক্ষার হলে মোহাম্মদ আলীর পা দিয়ে লেখার অদম্য মনোবল দেখে আমি অভিভূত। পা দিয়ে সুন্দরভাবে লিখে অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে অদম্য এ প্রতিবন্ধী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।