কক্সবাজার সদর উপজেলার পি এমখালী ইউনিয়নের তোতকখালী এলাকা থেকে মোবারক হোসেন (২৮) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ওই এলাকার আজিজুল হকের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, শুক্রবার গভীর রাত মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আবু ছৈয়দের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোবারক হোসেন কে আটক করেছে। তার বিরুদ্ধে মানব পাচারসহ কয়েকটি মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।