রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার পুটিবিরা ইউনিয়নের গৌড়স্থান এলাকার ভেল্লাবর পাড়ায় বিষপানে জনৈকা গৃহবধূ আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। ১৩ নভেম্বর বিকেল আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে। উক্ত গৃহবধূর নাম সামিরা আক্তার (৩২)। তার স্বামীর নাম জাফর আহমদ। সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সামিরা আক্তার সবার অজান্তে বাড়িতে বিষপান করে। বিষপান করার পর চিকিৎসার জন্য তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে। পরে লাশ ময়না তদন্তের জন্য লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।