২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘পুলিশের তাড়া খেয়ে পালালো শাহজাহান, এলজি উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের কাছকাছি এলাকা বাংলাবাজারের পশ্চিম মুক্তাকুল কুনারপাড়া এলাকায় পুলিশের তাড়া খেয়ে অস্ত্র পেলে পালিয়েছে মো. শাহজাহান (৩৫) নামের একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ওই এলাকার মো.হোসেনের ছেলে। ওই সময় এলাকার শত-শত জনতার উপস্থিতিতে পেলে যাওয়া দেশীয় তৈরি এলজি বন্দুকটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনা নিয়ে শাহজাহানকে পলাতক আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে নেতৃত্বদানকারি কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা শনিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে বাংলাবাজারের মুক্তারকুল এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মো. শাহজাহান প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হলে শাহজাহান দৌঁড়ের পালাতে গিয়ে তার কাছে রক্ষিত অস্ত্রটি কোমর থেকে পড়ে যায়। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা জানিয়েছেন, পলাতক শাহজাহান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, তাকে আটকের তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, কক্সবাজার সদর মডেল থানায় অপরাধ নিন্ত্রনের কাজে চৌকস দায়িত্ব পালন করে আসছে কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা।
ইতিমধ্যে তিনি জেলা শহরে চিহ্নিত ছিনতাইকারী, মাদক উদ্ধারে ব্যাপক সফলতা অর্জন করেছেন। এমনকি জেলা দায়রা জজ আদালতের আইনজীবী রেজাউল করিম রেজার ছিনতাইয়ের মামলাটিও তদন্ত করে আসছেন এস আই বিভাস। তিনি ওই মামলায় ইতিপূর্বে চারজনকে আটক করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।