২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

টেকনাফে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তারা

পুলিশের সততা আর জনতার সহায়তায় অপরাধ নির্মূল করতে হবে

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে সারাদেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
২৮ অক্টোবর সকাল ১০টায় টেকনাফ মডেল থানা প্রাঙ্গন হতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে একর‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এসে আলোচনা সভায় মিলিত হয়। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খানের সভাপতিত্বে এবং (ওসি) অপারেশন শফিউল আজমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন মডেল থানার (ওসি তদন্ত) শেখ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সোনা আলী, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভা কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ আলম বাহাদুর, হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি হারুন সিকদার, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, গিয়াস উদ্দিন ভুলু প্রমুখ। এছাড়া উক্ত সভায় পৌর কাউন্সিলর,ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য “পুুলিশই জনতা,জনতাই পুলিশ”শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশের সততা ও আন্তরিকতার পাশাপাশি স্থানীয় জনসাধারনের অংশ-গ্রহণ,সহায়তা বৃদ্ধি করতে হবে। এই ব্যাপারে প্রত্যন্ত এলাকায় গণসচেতনতা সৃষ্টি করতে প্রচারনা চালাতে হবে। তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি না হলে মানুষ পুলিশকে সহায়তা করতে আসবেনা। তাই বাংলাদেশ পুলিশ এই কাজে জনসাধারণকে সম্পৃক্ত করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছে। আর এই কমিউনিটি পুলিশিং কাজের অগ্রগতি বৃদ্ধির জন্য প্রতিবছর এই দিবসটি পালিত হয়। আপনারা অবগত আছেন,টেকনাফ সীমান্তে মাদক বাণিজ্য,চোরাচালান,হুন্ডি,স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের আর্বিভাব হওয়ায় এসব দমনে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরকালে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর আইন-শৃংখলা বাহিনী নড়ে-চড়ে বসে। শুরু হয় সাড়াঁশি অভিযান। অনেক অপরাধী গা ঢাকা দিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের আইনের আওতায় আনার ব্যাপারে কমিউনিটি পুলিশিং সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেকোন চিহ্নিত অপরাধীদের আটক করে মুক্তিপণ বাণিজ্য নয়;আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাই দেখে অপর অপরাধীরা সৎপথে ফিরে আসবে। এই অবস্থা ফেরাতে পারলে আমরা টেকনাফের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব পারব বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে মিয়ানমারে মানব সৃষ্ট মানবিক দূর্যোগের কারণে সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে সুযোগ সন্ধানী একটি চক্র রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তায় দালাল,মাদক বহন ও বাসাভাড়া দিয়ে সুবিধা আদায় করছে। তাদের নিয়ন্ত্রণের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে। সমাপনী ভাষণে ওসি মাইন উদ্দিন খান জানা,গত ২৫ আগস্ট হতে ৪শ জন দালালকে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ২শ জনের অধিক মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হয়েছে। আগামীতে কোন প্রকারের ছাড় না দিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন তিনি। এরপর কমিউনিটি পুলিশিংয়ে বিশেষ অবদানের জন্য উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আলহাজ্ব নুরুল হুদা ও এসআই মহির উদ্দিন খান উজ্জ্বলকে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।