১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত

Virat-Kohli-of-India1432110301

 অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ভারত।
বুধবার বিরাট কোহলিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিন তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলও ঘোষণা করেছে বিসিসিআই। ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে থাকবেন বিরাট কোহলিও। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন স্পিনার হরভজন সিং। টেস্টে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। 

বিশ্বকাপ ও আইপিএলের ক্লান্তি কাটিয়ে ওঠার অভিপ্রায়ে কোহলিসহ কিছু সিনিয়র খেলোয়াড় বাংলাদেশ সফরে বিশ্রাম চেয়েছিলেন। তবে বিদেশের মাটিতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গত অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে ভারত। তাই বাংলাদেশ সফরে কোনো সিনিয়র খেলোয়াড়কেই বিশ্রাম রাখেননি নির্বাচকরা।

এদিকে ২০১৩  সালের পর থেকে জাতীয় দলের হয়ে কোনো টেস্ট খেলেননি হরভজন। তবে এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফর্ম করছেন তিনি। তার দলও ফাইনালে উঠেছে। হরভজনের আইপিএলের পারফরম্যান্স নজর কাড়ে নির্বাচকদের। বাংলাদেশের ব্যাটিং শক্তি ও কন্ডিশনের কথা বিবেচনা করে দ্বিতীয় অফ স্পিনার হিসেবে তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান সন্দীপ পাতিল। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং শক্তি ও কন্ডিশনের কথা মাথায় রেখে দ্বিতীয় আরেকজন অফ স্পিনার প্রয়োজন ছিল।’

 

ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করুণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অরুণ, ইশান্ত  শর্মা।

 

ভারতের ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।