২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

পেকুয়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার!

পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১জানুয়ারী) দিবাগত রাতে শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগারা এলাকা থেকে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করেন।
আটকরা হলেন -একই এলাকার মৃত আকবর আহমদের ছেলে আবু তালেব (৪৭) ও তার ছেলে মোরশেদ (২২)। তারা সম্পর্কে পিতাপুত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু তালেব ও মোরশেদের নেতৃত্বে একটি ডাকাতদল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অস্ত্র বেচাকেনা, ডাকাতি, ছিনতাই, চুরি করে আসছিল। তাদের কাছে জিম্মি ছিল শিলখালীর জারুলবুনিয়া ও টইটংয়ের মধুখালী এলাকার দশ হাজার মানুষ।
পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ও কিরিচ নিয়ে পাহাড়ি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছে। এ খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সাপেরগারা এলাকায় অভিযান চালায়। তার আগেই স্থানীয়রা আবু তালেব ও তার ছেলে মোরশেদকে আটক করে রাখে। এ সময় তাদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি (এলজি) বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয় বাসিন্দা আলী হোসেন, শাহাব উদ্দিন, ছৈয়দ নুর, বেলাল, হেলাল, ফিরোজ আহমদ জানান, শিলখালী জারুলবুনিয়া ও টইটংয়ের মধুখালীসহ দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রতি একাধিক বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত আবু তালেব ও তার ছেলে মোরশেদের নেতৃত্বে বোরহান, সালাউদ্দিন, সাহাব উদ্দিন, হামিদা, জসিম ও কাইছারসহ আরো সাত আটজনের একটি দল অস্ত্রসহ পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পাহাড়ী এলাকায় বসবাসরত লোকজন তাদের কাছে জিম্মি ছিল। তাদের দুইজনকে আটক করায় পেকুয়া থানা পুলিশকে সাধুবাদ জানান তারা।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেব ও মোরশেদকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। তারা দুজনেই চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।