কক্সবাজারের পেকুয়ায় জেলা পরিষদ প্রতিনিধিত্ব নির্বাচনে জাতীয় পার্টি(এরশাদ)র’ মনোনয়নে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক জাপা নেতা বিডিআর(অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম। তার প্রার্থীতা ঘিরে উপজেলার জাপা নেতাকর্মীরা সক্রিয় হয়ে জোর প্রচারনায় মেতে উঠেছেন। জানা যায়, সরকারের নির্দ্দেশনায় ইসি(নির্বাচন কমিশন) সারাদেশে স্থানীয় সরকারের অন্যতম প্রতিষ্টান জেলা পরিষদ নির্বাচনের ঘোষনা দিয়েছেন। এ প্রক্রিয়ার আওতায় দেশের পর্যটন নগরী কক্সবাজারের জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতায় ইচ্ছুকরাও ইতিমধ্যে মাঠে ময়দানে জোর তৎপরতা শুরু করেছেন। সম্প্রতি বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম শরীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কক্সবাজার সফরকালে চকরিয়ার হারবাং ইনানী রিসোর্টে তার দলীয় এক কর্মী সমাবেশে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সাবেক সাংসদ, প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান জননেতা সালাহউদ্দিন মাহমুদকে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনা করেছেন। অন্যদিকে, জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জেলার ক্ষমতাসীন আওয়ামীলীগের মধ্যেও চলছে প্রার্থীতা লাভের সরব নিরব যূদ্ধ। আর এ সূযোগে বসে নাই বর্তমান সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি(এরশাদ)। জেলার চকরিয়া-পেকুয়া আসনের পাশাপাশি সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য পাওয়া দল হিসাবে পরিচিত জাতীয় পার্টি(এরশাদ)র’ সংগঠনের নেতাকর্মীরাও কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে তাদের প্রার্থীতা যাচাই বাছাই মনোনয়ন ঘোষনার প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে। যার অংশ হিসাবে ইতিমধ্যে জেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী আসমাউল হুসনাকে জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী পরিচয়ে মাঠে ময়দানে আগেভাগেই সম্ভাব্য ভোটারদের সাথে দেখা সাক্ষাত কুশল বিনিময়ের পাশাপাশি নানান প্রচার প্রস্তুতিতে ঘা ভাসাতে দেখা যাচ্ছে। সেই সাথে জেলার পেকুয়ায়ও দলটির জেলা পরিষদ প্রতিনিধি নির্বাচনে অঘোষিত মনোনয়ন নিশ্চিতে আগেভাগেই মাঠে নেমে পড়েছেন প্রভাবশালী জনপ্রিয় ব্যক্তিত্ব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মোঃ জাহাঙ্গীর আলম(অবঃ বিডিআর)। দলের হাই কমান্ড ও জেলা সভাপতি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র নির্দ্দেশনায় জাপা নেতা বিডিআর(অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম পেকুয়া থেকে জেলা পরিষদ প্রতিনিধিত্বের প্রত্যাশায় মাঠে ময়দানে সক্রিয় তৎপরতা চালাতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে তিনি সম্ভাব্য ভোটারদের সাথে দেখা সাক্ষাত ও কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজখবর সংগ্রহ অব্যাহত রেখেছেন। একই সাথে পেকুয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃস্থানীয়দের নেতৃত্বে সকল পর্যায়ের নেতাকর্মীদেরও তাদের প্রার্থী জাপা নেতা বিডিআর(অবঃ) মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষে বিভিন্ন প্রচার প্রচারনা ও নির্বাচনী তৎপরতায় ব্যস্ত সময় অতিবাহিত করতে দেখা যাচ্ছে। জাপা নেতা বিডিআর(অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম জেলা পরিষদে পেকুয়ার প্রতিনিধিত্বে তার প্রার্থীতায় অবতীর্নের সত্যতা জানিয়ে বলেন, দলের হাই কমান্ড ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জেলা জাপা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি মহোদয়ের নির্দ্দেশনায় তিনি প্রার্থী হতে যাচ্ছেন উল্লেখ করে বলেন, নেতাকর্মী ও এলাকার সমর্থক শুভানূধ্যায়ীরাও তার পক্ষে কাজে নেমেছেন বলে জানান। এসময় তিনি পেকুয়ার ন্যায্য হিস্যা আদায় ও সার্বিক উন্নয়ন এবং জনহিতকর প্রকল্পের বৈষম্যমুক্ত বরাদ্ধ বন্টনে তিনি অবদান রাখতেই প্রার্থী হচ্ছেন বলে মন্তব্য করেন। এদিকে, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম.মাহাবুব ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.দিদারুল করিম, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল ইসলাম ও জাপা নেতা আলহাজ¦ মু. বদিউল আলমের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা জেলা পরিষদ নির্বাচনে জাপা নেতা বিডিআর(অবঃ) মোঃ জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ও তার বিজয় সু’নিশ্চিতের জোর তৎপরতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।