পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াখালী থেকে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও সেবনের উপকরণ উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন একই ইউনিয়নের উত্তর গোয়াখালী এলাকার আব্দুল মতলব প্রকাশ পেটানের ছেলে সুমন, ফতেহ আলী মাতবরপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মারুফ ও মৃত মুরাদ চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুর কাদের মজুমদার জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাংলানিউজ
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।