২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পেকুয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

পেকুয়ায় দুই দিন ব্যাপী ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ৭ মে সকাল ১০ টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক স্কুল সুপার ভাইজার উলফা জাহান চৌধূরী, বারবাকিয়া ফাশিয়াখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাও.বদিউল আলম, পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জহির উদ্দিন, শীলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম, বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দোহা। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ মেলায় প্রাথমিক বিদ্যালয় ৩ টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৯টি ও একটি কলেজ সহ মোট ১৩টি স্টল বসে। প্রতিটি স্টল পরির্দশন করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। মেলায় অংশ নিতে উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দেয়নি ১০টি মাদ্রাসা ও মগনামা উচ্চ বিদ্যালয়। মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরণের প্রদর্শনী উপস্থাপন করেন মেলায় আসা দর্শনার্থীদের জন্য। মেলা পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন বিজ্ঞান চর্চা করার ফলে অনেক ক্ষুধ বিজ্ঞানীর আবিভাব হবে। বিজ্ঞান এখন পুরোপুরি প্রযুক্তি নির্ভর যাচ্ছে।

এ ব্যাপারে মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার আহমদের সাথে যোগাযোগ করার জন্য ওনার ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি কক্সবাজারে মিটিং এ আছেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।