৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

পেট ভরে ভাত খেতে পেরে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতার কমতি নেই মানুষের

mp kamol-
কক্সবাজার শহরের এসএম পাড়াসহ বিভিন্ন স্থানে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার (৩০ জুন) সারাদিন এমপি কমল বন্যার্ত মানুষের মাঝে ভাত বিতরণ করেছেন। বন্যা পরবর্তী সময়ে পেট ভরে ভাত খেতে পেরে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতার কোন কমতি নেই প্রতিটি গ্রামের শত শত মানুষের।
সাংসদ সাইমুম সরওয়ার কমল ট্রাক ভর্তি ভাত নিয়ে প্রথমে যান রাজারকুল ইউনিয়নে। সেখানে পৌঁছে রাজারকুল ইউনিয়নের হালদারকুল, সিকদার পাড়া, নয়াপাড়া, বৈদ্যের খিল, পশ্চিম হালদারকুল, মৌলভী পাড়া, নয়া পাড়ার বন্যা কবলিত মানুষের মাঝে ভাত বিতরণ করেন এমপি কমল।
এ সময় উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামু ব্যবসায়ি সমিতির সদস্য আজিজুল হক আজিজ, ইউপি সদস্য জহির উদ্দিন, আবুল হোছন, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, রাজারকুল ছাত্রলীগের সভাপতি মাশেকুর রহমান মাশেক, স্থানীয় সমাজ সেবক বিশ্বপাল, আব্দুল হামিদ।
রাজারকুলে খাবার বিতরণ শেষে নিজেই ট্রাক ভর্তি ভাত নিয়ে কক্সবাজার শহরের এসএম পাড়ায় পৌঁছান সাংসদ কমল। এসএম পাড়ায় এক হাজারেও বেশি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে রান্না করা ভাত।
ভাত বিতরণ তদারকিতে ছিলেন দৈনিক আপনকন্ঠের সম্পাদক রুহুল আমিন সিকদার, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, মৎসজীবিলীগের সভাপতি মো. ফোরকান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাব উদ্দিন, যুবলীগ নেতা মিলন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নবাব প্রমূখ।
তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার নিয়ে আরও একটি প্রতিনিধি দল যান জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি, উত্তর মিঠাছড়ি ও আশকরখিল গ্রামে। এ প্রতিনিধি দলে ছিলেন সাংসদের একান্ত সহকারী মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য মালেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা রমিজ আহমদ ও টিটু প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।