২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

পেলের ছেলের কারাদণ্ড

ব্রাজিল-এর কিংবদন্তি পেলের ছেলে এডিনহোকে অর্থপাচার মামলায় ১২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।
২০০৫ সালে এডিনহোর বিরুদ্ধে ব্রাজিলের কুখ্যাত মাদকপাচারকারী দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাদক ও অর্থপাচারের মামলা হয়। সে সময় কয়েক মাস জেলও খাটেন এডিনহো। এরপর আপিল করেন এডিনহো।
আপিলের রায়ে প্যারোলে মুক্তি পান তিনি। ৯ বছর ধরে চলা সেই মামলার রায় হয় ২০১৪ সালে। রায়ে এডিনেহোকে ৩৩ বছরের কারাদেশ দেন আদালত। পরে অবশ্য শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে ১২ বছরে। এই রায়ে সন্তুষ্ট না হয়ে এরপর আবার আপিল করেছিলেন এই গোলরক্ষক। গতকাল শুক্রবার সেই আপিলের পূর্ণাঙ্গ রায় শোনান আদালত।
আদালতের রায় অবশ্য প্রত্যাখান করেছেন এডিনহো। তিনি বলেন, ‘এই রায়ে আমি হতাশ। আমি কখনোই অর্থ পাচারের সঙ্গে জড়িত নই। অথচ তারই শাস্তি ভোগ করতে হচ্ছে আমাকে।’
১৯৯০ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের গোলরক্ষক হিসেবে যোগ দেন এডিনহো। ১৯৯৯ সালে সান্তোস থেকে অবসর নেয়ার পর ক্লাবের সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০০৫ সালে জেল থেকে ছাড়া পেয়ে ব্রাজিলের সিরিয়া ‘বি’ ক্লাব মগি মিরিমের কোচের দায়িত্ব নেন এডিনহো। ২০১০ সালে সান্তোসের দায়িত্ব নেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।