২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভায় ২৮ মার্চ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদানের সিদ্বান্ত


কক্সবাজার জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের উদ্যোগে বুধবার বিকালে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। সভায় জেলার কমিটির সকল সদস্য উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসুচির নির্দেশনার আলোকে একদফা একদাবি বাস্তবায়নে একমত পোষন করেন।
কক্সবাজার জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি ইয়াছিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভার সচিব মো.সামসুউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রচার সম্পাদক রাজীব চৌধুরী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী টিটন দাশ, জেলা কমিটির নেতা ওসমান গনী। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য রাশেদ কামাল, রফিক আহমদ, ফরিদুল আলম, মিনহাজ উদ্দিন, আবদুল লতিফ ও নুরুল আমিন প্রমুখ। অনুষ্টিত জরুরী সভায় সিদ্বান্ত নেয়া হয়েছে কেন্দ্রীয় কর্মসুচির আওতায় আগামী ২৮ মার্চ একদফা একদাবি বাস্তবায়নের দাবিতে জেলা কমিটির পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।