২১ জানুয়ারি, ২০২৫ | ৭ মাঘ, ১৪৩১ | ২০ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পৌর ১নং ওয়ার্ডে ভয়াল ২৯এপ্রিল পালন উপলক্ষে প্রস্তুতী সভা

images

ভয়াল ২৯এপ্রিল যথাযত মর্যদায় পালন উপলক্ষে এক প্রস্তুতী সভা সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় পৌর ১নং ওয়ার্ডের কুতুববাজারস্থ কার্যালয়ে ভয়াল ২৯এপ্রিল ১৯৯১সাল স্মৃতি পরিষদ উক্ত সভার আয়োজন করে।
প্রতিবছরের ন্যায় উক্ত দিনটি স্মরণ করার লক্ষে উক্ত পরিষদ এ দিবসটি পালন করে আসছে। পরিষদের সভাপতি আবু তাহের কুতুবীর সভাপতিত্বে এবং আবদুল আজিজ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আবুল হাশেম, আবদুর রহিম, লুৎফুর রহমান, মিজানুর রহমান, নেজাম উদ্দিন, নাছির উদ্দিন কোম্পানী, জসিম উদ্দিন কোম্পানী, ইউনুচ সওদাগর, আলী হোসেন সওদাগর, আবদুল মন্নান সওদাগর, বশির আহমদ সওদাগর, আবদুল আজিজ, ফোরকান সওদাগরসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মহান ১৯৯১ সালের ২৯এপ্রিল উপকূলীয় তথা কুতুবদিয়াবাসীর জন্য এক হৃদয় বিদারক দিন। এদিনে মহা প্রলংকারী ঘূণিঝড়ে প্রাণ হারিয়েছে হাজার হাজার মনুষ। এমনকি অনেকে খোঁজে পায়নি তাদের আত্মীয়-স্বজনসহ ভিটে বাড়িও। আবার অনেক পরিবারে বিধবা মা, পিতাহারা সন্তান, সন্তান হারা পতিা-মাতা শোকে পাথর হয়ে এখনও পাগলেরমত তাদের পরম আত্মীয়দের খোঁজছে মনে প্রাণে। তাই এদিনটি পালনের উদ্দেশ্যে পরিষদ নানা কর্মসূচী হাতে নিয়েছে। উক্ত কর্মসূচীতে উপস্থিত থাকবেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর এসআই এম আকতার কামাল আযাদ ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী এবং দৈনিক সাগরদেশ সম্পাদক মোস্তফা সরওয়ার।
২৯এপ্রিল সকাল ৯টায় র‌্যালী অনুষ্টিত হবে। র‌্যালী শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সম্পন্ন করা হবে। পরে উপস্থিতিদের মধ্যে তবারুক বিতরণ করা হবে। এতে এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থেকে র‌্যালীতে অংশ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ জানিয়েছেন পরিষদের সভাপতি আবুতাহের কুতুবী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।