২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২০ মে দৈনিক দৈনন্দিন পত্রিকায় “ হোয়াইক্যংয়ে স্বামীর নেতৃত্বে হামলায় গৃহবধু গুরুতর আহত” প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। সামিরা আমার বিবাহিত স্ত্রী। সে রোহিঙ্গা ক্যাম্পের এনজিও সংস্থা ব্রাকে চাকরী করে। তার দুই ভাই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তারা বিভিন্ন মহিলাদের দ্বারা দেশের নানা প্রান্তে ইয়াবা পাচার করে থাকে। বর্তমান সময়ে ইয়াবার বিরুদ্ধে কড়াকড়ি হলে তারা তাদের নিজেদের মানুষ ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছেন। তাই লোভ দেখিয়ে আমার স্ত্রীকেও ব্যবহার করা জন্য চেষ্টা করে যাচ্ছেন। গত ১৯ মে আমি আমার স্ত্রীকে নিয়ে সিএনজি যোগে বাড়ি যাওয়ার পথে সে গাড়ি থেকে লাফ দিলে পায়ে সামান্য আঘাত পায়। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে তার ভাইয়েরা আমার কাছ থেকে তাকে নিয়ে যায়। তাদের সাথে আমার কোন ঘটনায় ঘটেনি। শুধু আমাকে ঘায়েল করতেই সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদটি পরিবেশন করিয়েছেন। তার দুই ভাই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। আমার স্ত্রীকে তারা ইয়াবার কাজে ব্যবহার করার চেষ্ঠা করছিল দীর্ঘ দিন ধরে। আমার কারণে না পারায় আমার বিরুদ্ধে সংবাদ পত্রে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমার সম্মানটুকু নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদে এলাকাবাসী ও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
আবদুর রহিম
পিতা- আবদুল মনজুরের ছেলে
সাং- ডেইঙ্গাকাটা, হোয়াইক্যং, টেকনাফ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।