৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী হতে পারেনা


প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছাত্র/ছাত্রীরা কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসী হতে পারে বলে আমার মনে হয় না। শুধুমাত্র মাদ্রাসায় পড়ালেখা করলে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হয়না। যাহা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিয়মান হয়েছে। মাদ্রাসায় শুধুমাত্র ইসলামী ও নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। সুতারাং ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের কোন স্থান নেই। চলতি বছর থেকে আলিম বিজ্ঞান বিভাগ এবং ফাযিল মাদ্রাসায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি। উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩৪ বছর উদযাপন ও ইছালে সওয়াব মাহফিলে শনিবার কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, ম্যানেজিং কমিটির সেক্রেটারী সুলতান আহমদ, অধ্যাপক মোহাম্মদ আলী, প্রাক্তন ছাত্র মাওলানা সুলতান আহমদ, রহমত উল্লাহ, আবু বক্কর, সাংবাদিক আহসান সুমন, উদযাপন পরিষদের আহবায়ক মোঃ সাহাব উদ্দীন প্রমূখ। এছাড়াও ১৯৮৩সাল হতে অদ্যবধি পর্যন্ত অধ্যায়নরত প্রাক্তন ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা তাঁদের স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব খাইরুল আমিন ও হারুন অর রশিদ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রাক্তন ছাত্র/ছাত্রীদের স্মৃতি বিজড়িত আল হিকমাহ স্মারকটির মোড়ক উম্মোচন করা হয়। সবশেষে চট্টগ্রামের ইক্রা শিল্পগোষ্ঠির পরিবেশনায় কৌতুক, ইসলামি সংগীত এবং মঞ্চ নাটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।