২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই আমাদের চেতনা পরিশুদ্ধ হবে

হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ২০১৭সালের এইচএসসি ১ম ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চশিবো কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেছেন “তোমরা শুধু এই কলেজের শিক্ষার্থী নও;তোমরা হবে এই প্রতিষ্ঠানের ইতিহাসের অংশ। তোমাদের আচরণের উপর নির্ভর করবে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি। শিক্ষা মানুষের চেতনাকে শানিত করে তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই আমাদের চেতনা পরিশুদ্ধ হবে। এদেশে জনসংখ্যা,শিক্ষা,শিক্ষক ও প্রতিষ্ঠান বেড়েছে কিন্তু ভাল মানুষ বাড়েনি। তোমরা পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও মা-বাবা,শিক্ষক ও মানুষকে সম্মান করতে শিখলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠেছ বলে ধরে নিবো। তোমরা জয়ী হতে জানো বলেই পিএসসি,জেএসসি ও এসএসসিতে সফল হয়ে আজ আরো একটি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। এই পরীক্ষায় কৃতকার্য হয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহণের প্রমাণ দিতে হবে। আশাকরি তোমরা ভাল মানুষ হয়ে এদেশে ভাল মানুষের সংখ্যা বাড়াতে ভূমিকা পালন করবে।” আগামীতে তোমাদের পথচলা স্বার্থক হওয়ার আশাবাদ ব্যক্ত করছি।


৩১মার্চ সকাল ১১টায় টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের হলরোমে ২০১৭ সালের এইচএসসি ১ম ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলা প্রভাষক হাবিবুল কবিরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড (চশিবো) কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর্মাস কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান কামাল হোসাইন,শিল্পপতি সিরাজুল মনোয়ার,কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার। কলেজ শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী সাত্ত্বিক দাশ। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি কায়সার উদ্দিন,অধ্যাপক জহির আহমদ,মৌলানা ইব্রাহীম খলিল,শাকের আহমদ,জসিম উদ্দিন,রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার সুপার অধ্যক্ষ কামাল হোসাইন, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান রূপম কান্তি বড়ুয়া,কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,টেকনাফ পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নুর হোসেন,হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শে^ত লাল চন্দ্র দাশ,কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান,হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার,অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত বিদায় অনুষ্ঠান শেষে আসন্ন এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।