১১ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের কক্সবাজারে আগমন ও প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা আয়োজন করা হয়ে। গতকাল বিকাল ৩টায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু ও সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্পন্ন হয়।
প্রস্তুতি সভায় পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি যথাক্রমে অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক, বশির উদ্দিন, তপন কান্তি দাশ, আবু তালেব, যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক আরিফ মাঈনুদ্দিন রাসেল, কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম, ধর্ম সম্পাদক হুমায়ুন কবির, শ্রম সম্পাদক মো.মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, উপ-দপ্তর সম্পাদক বশিরুল আলম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবির আহমদ, আবু তাহের মেম্বার, সাহাব উদ্দিন টিংকু, ডা.ফজল করিম, ডা.রুস্তম আলী, নুরুল আমিন টিপু, গিয়াস উদ্দিন, রুহুল আমিন। পৌরসভার আওয়ামীলীগের আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সভাপতি কবির আহমদ, সম্পাদক আমির হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি বশিরুল আইযুব কমিশনার, সম্পাদক সফুর আলম, ৪নং ওয়ার্ড সভাপতি ডা.রতন কুমার চৌধুরী, সম্পাদক ইমাম হোসেন ইমু (ভারপ্রাপ্ত), ৫নং ওয়ার্ড সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর, সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নং ওয়ার্ড সভাপতি মনিরুল হক, সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক জামাল উদ্দিন কমিশনার, ৮নং ওয়ার্ড সভাপতি আমিন হোসেন আমু, ৯নং ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির কমিশনার, সম্পাদক ওসর হামজসহ প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।