১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সৈকতে বসবে লাখো মানুষের সম্প্রীতির মিলনমেলা

প্রতিমা বিসর্জন ৩০ সেপ্টেম্বর, প্রধান অতিথি ওবায়দুল কাদের

এম.এ আজিজ রাসেল: শুক্রবার বাঁধভাঙ্গা আনন্দ আর ধর্মীয় নানা অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহা নবমী। ৩০ সেপ্টেম্বর শনিবার শুভ বিজয়া দশমী। বিকাল ৩টায় সৈকতের লাবনী পয়েন্টে দেয়া হবে প্রতিমা বির্সজন। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বালিয়াড়িতে বসবে লাখো মানুষের সম্প্রীতির মিলনমেলা। এতে সামিল হবে দেশী-বিদেশী হাজারো পর্যটক। পাশাপাশি সম্প্রতির সেতুবন্ধন রচনায় হিন্দু সম্প্রদায় ছাড়াও প্রতিমা বিসর্জন অবলোকনে মিলিত হবেন অন্য সম্প্রদায়ের মানুষও। অশ্রুসজল চোখে আরও একটি বছরের জন্য দেবীকে বিদায় জানানো হবে। আগামী বছর দেবীর পুনরাগমনের আশায় বুক বাঁধবেন সকলে। এ মিলনোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রণজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা সঞ্চালনায় অনুষ্ঠিতব্য বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাইমুম সরওয়ার কমল এমপি, আবদুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মোঃ ইলিয়াছ এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যানরাসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে প্রতিমা বির্সজন উপলক্ষে শহর ও সৈকত জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী ও সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া। তারা জানান, পুলিশের পাশাপাশি নিরাপত্তার কাজে মাঠে তৎপর থাকবে র‌্যাব, গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিপির সদস্যরা। কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রণজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা ও সদর সভাপতি দীপক দাশ বলেন, দশমীই মূলত দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। তবে দেবী দুর্গার বিদায় অর্থাৎ স্বামী গৃহে গমনের পাঁচ দিন পরেই লক্ষ্মীপূজার মধ্য দিয়ে আবার পিতৃগৃহে ফিরে আসবেন তিনি। মানুষের মনের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।