২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

প্রত্যন্ত অঞ্চলে আলো জ্বালাতে শিক্ষার বিকল্প নেই


এই প্রত্যন্ত অঞ্চলে আলো জ্বালাতে হলে এখান থেকে ছেলে/মেয়েদের উচ্চ শিক্ষিত হয়ে উঠতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে দেশে বিভিন্ন স্থানে স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্টানের ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি সহ নানান সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে। এছাড়াও সরকারের মহৎ পরিকল্পনায় একত্রে ২৬হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং লক্ষাধিক শিক্ষককে সরকারি করণ করে ইতিহাস সৃষ্টি করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ উপরোক্ত কথা গুলো বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, এই বিদ্যালয় থেকে সর্বপ্রথম ১জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ২০১৬সালের অনুষ্টিত সমাপনী পরিক্ষায়। পাশাপাশি অত্র বিদ্যালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে ক্রিকেট বল নিক্ষেপে ৩য় স্থান অধিকার করায় আমি তাদের গর্বিত পিতা-মাতাকে সাধুবাদ জানাচ্ছি। এবং যাদের কষ্টের বিনিময় তারা আজ এতোটুকু এগিয়ে গেছে বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে তিনি অত্র বিদ্যালয়ে আগামী বছর থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করণের ব্যবস্থা গ্রহন করবেন বলে সভায় উপস্থিত অতিথিদের আশ্বস্থ করেন। এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি খাইরুল বশর বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল কবিরকে এবং কৃতি শিক্ষার্থী নুর নাহারকে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করায় প্রতিমন্ত্রীর পক্ষকে আর্থিক অনুদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রতিমন্ত্রীর একমাত্র নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি, সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বশর। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার জহির আহমদ, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হামিদুল হক, ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ হোসেন, তুমব্রু পশ্চিমকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হেলাল উদ্দিন, কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উদ্দিন, সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার নুর আহমদ, আওয়ামীলীগ নেতা শাহজাহান, নুরুল আবছার চৌধুরী, বিভিন্ন বিদ্যালয়ে সহকারি শিক্ষক যথাক্রমে সিরাজুল হক, শফিউল ইসলাম, শাহ জাহান, ফাতেমা, হামিদুল হক, দীলিপ বড়–য়া, উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোবাশ্বর প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজমা আকতার পিংকি। অনুষ্ঠানে শেষে অতিথি’দের ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে দেশাত্ববোধক গান, নৃত্য পরিবেশন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।