২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ | ২৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

প্রথম দিনে ১৮২ জন শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন

Prothom-alo-

প্রথম আলোর ভাষা উৎসবের জন্য গতকাল রোববার প্রথম দিন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ১৮২ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহরের ঝাউতলাস্থ্য প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে এসে তারা রেজিষ্ট্রেশন করে। আগামী ২৮ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত আরো ৬১৭ জন শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশনের সুযোগ দেয়া হবে।
আগামী ১৬ মে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে প্রথম আলোর দিনব্যাপী এই ভাষা উৎসব বা ভাষা প্রতিযোগ-২০১৫। চারটি ক্যাটাগরীতে কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ( স্কুল-কলেজ, মাদ্রাসা) ৮০০ জন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেবে।
গতকাল শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন পর্ব পরিচালনা করেন, জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমানের নেতৃত্বে জাহেদ নুর জিতু, সুস্মিতা শাউলিন মোস্তফা, মেহজাবীন অভি, সুবাহ সিনথিয়া, আনাস বিন আবছার, অরূপ বড়–য়া, শাফকাত শাহরিয়ার, নাজিয়া রাহা, ফাউজিয়া তাবাচ্ছুম, মুরাদ মোক্তাদির তোহা, ইনজামামুল হক প্রমুখ। আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রেজিষ্ট্রেশন চলবে।
প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা জানান, ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’- এ শ্লোগানে এবছর দেশের বিভিন্ন অঞ্চলে ভাষা প্রতিযোগ উৎসব হচ্ছে। ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা উজ্জীবিত করতে কক্সবাজারে প্রথম বারের মত এই ভাষা উৎসব করা হচ্ছে। গণিত উৎসবের আদলে দিনব্যাপী ভাষা উৎসবেও থাকবে ৮০০ শিক্ষার্থীর লিখিত পরীক্ষা, ভাষার গান, দেশের কথা। প্রশ্নোত্তর পর্বে ভাল প্রশ্নের জন্য থাকছে বই পুরস্কার। তাছাড়া পরীক্ষায় অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের সনদ, বিজয়ীদের মেডেল, টি-শার্ট প্রদান করা হবে। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীরা যোগ দেবে ঢাকার জাতীয় উৎসবে।
# রেজিষ্ট্রেশনের নিয়মাবলী :
ক-বিভাগ : চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি। খ-বিভাগ : ষষ্ট, সপ্তম ও অষ্টম শ্রেণি, গ-বিভাগ : নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী এবং ঘ-বিভাগ : একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী।
রেজিষ্ট্রেশনের সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্টানের পরিচয়পত্র অথবা বেতনের রসিদ প্রমান স্বরূপ দেখাতে হবে। প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ : ০৩৪১-৬২৮৫৩/ ০১৭৭৫-৪২৪৬৪৬

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।