১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

প্রধানমন্ত্রীকে হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই কক্সবাজার জে,এস,আর স্টুডেন্ট’স গ্রুপ

শনিবার, ১৫ জুন কক্সবাজার জেলা জে এস আর স্টুডেন্ট’স গ্রুপ সংগঠনের উদ্যোগে দুটি কর্মসূচি নিয়ে মরিচ্যা স্টেশন থেকে সমাবেশ (Rally) শুরু করে। মরিচ্যা থেকে

টেকনাফ পর্যন্ত প্রতি টা ষ্টেশনে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জে,এস,আর স্টুডেন্ট গ্রুপ সংগঠন। মাদককে না বলুন, যাব যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এবং সর্বশেষ টেকনাফ ইয়াবা ও মাদকের বিরোদ্ধে সমাবেশ শেষ করে ইনানি, কক্সবাজার কলাতলী সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা চাই বলে শ্লোগানেে শ্লোগানে ইনানী ও কক্সবাজার সৈকত পরিষ্কার করে । কক্সবাজার জেলার সৌন্দর্য্য কে রক্ষা করার জন্য জে,এস,আর স্টুডেন্ট গ্রুপ সংগঠন স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। জেএসআর স্টুডেন্ট’স সংগঠনের সভাপতি জসিম উদ্দিন কক্সবাজার জেলাকে মাদক মুক্ত করার জন্য সমুদ্রকে পরিষ্কার রাখারজন্য জেলা বাসির সহযোগিতা চান। সংগঠন লক্ষ উদ্দেশ্য মাদকের বিরুদ্ধে। কক্সবাজার জেলা সহ সারা বাংলাদেশকে মাদক মুক্ত করারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং মাদক মুক্ত দেশ গঠনের লক্ষে জেএসআর স্টুডেন্ট’স প্রশাসনের সহযোগিতা চান। প্রোগ্রামেে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. আবদুল হাকিম, জেএসআর সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি আবু নাছের সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহা, প্রচার সম্পাদক মো জয়নাল,কোষাধ্যক্ষ মো আবু তাহের,
জে এস আর শপিংমল ডিরেক্টর মো আবেদ উল্লাহ, শপিংমল ম্যানেজার নুর আলম, নুরী ছাত্র নেতা আরমান হোছাইন কাজন, ব্যাবসায়ী নুরুল হোক, আরো সিনিয়র সদস্যবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।