প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রিয় কমিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী সংক্ষিপ্ত সফরে গতকাল রবিবার কক্সবাজার আসলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ বিমান বন্দরে তাকে ফুল দিয়ে বরন করে নেন। সংগঠনের জেলা শাখার সভাপতি সাংবাদিক ফরহাদ ইকবাল ও সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের কেন্দ্রিয় প্রেসেড়িয়াম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, কক্সবাজার পৌর শাখার সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান, কক্সবাজার কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল , সাংবাদিক নুরুল আজিম নিহাদ, সাদ্দাম খান, মোহাম্মদ ফারুখ প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।