শফিক আজাদ,(চীপ রিপোর্টার): জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবই রোহিঙ্গা সংকটের সমাধান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষ তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাবই রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং এই সমস্যা সমাধানের একমাত্র উপায়। এসময় বিশ্বের সকল দেশকে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবে সম্মত হওয়ারও আহ্বান জানান কৃষিমন্ত্রী।
চীন ও রাশিয়ার সমালোচনা করো তিনি বলেন, বিশ্বের নানান দেশ রোহিঙ্গা নির্যাতনের সমালোচনা করছে। মানবিকতা থাকলে সকল দেশকে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিতে হবে।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক ও সাধারণ সম্পাদক হামিদা তাহের এবং লুৎফর নাহার বাপ্পি, খালেদা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।