প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাওয়ার কথা ছিল। ঠিক কী কারণে প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ পরিবর্তন হচ্ছে সেটা জানা যায়নি। কবে নাগাদ এই সফর অনুষ্ঠিত হবে সেটিও স্পষ্ট নয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফর এক মাসের বেশি সময়ের জন্যে স্থগিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় উচ্চ পর্যায়ে একটি বৈঠকের পর প্রধানমন্ত্রীর আলোচিত ভারত সফরের দিনক্ষণ পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে। তবে এরই মধ্যে শুক্রবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।
ঢাকায় অভিবাসন সংক্রান্ত ‘গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (জিএফএমডি) সম্মেলনে যোগদানের লক্ষ্যে এম জে আকবর ঢাকায় এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে ভারত গিয়েছিলেন। ওই সময়ে দুই দেশের মধ্যে ৫০ দফার যে যৌথ ইশতেহার ঘোষণা হয় তাতে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা করে।
বৈরী সম্পর্কেও পরিবর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়। তারপর ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।
এসব সফরের প্রত্যেকবারেই ভারতের পক্ষ থেকে তিস্তার পানিবন্টন চুক্তির অঙ্গিকার করা হয়। তবে এখনও পর্যন্ত তিস্তা চুক্তি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরেও তিস্তা চুক্তি অনিশ্চিত রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।