২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত

বার্তা পরিবেশক:

সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ অভিজাত রেষ্টুরেন্ট এরিস্টো ডাইনের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম।
বর্ধিত সভা পরিচালনা করেন দলের উপজেলার সাধারণ সম্পাদক আবু মুছা। সভায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক নেতৃবৃন্দ যথাক্রমে সহ-সভাপতি সৈয়দ আলম কমিশনার ও এম আর চৌধুরী, আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, অধ্যাপক মুজিবুল হক রতন, জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য অধ্যাপক সোলতান আহমদ, অধ্যাপক সাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে জামাল হোসেন চৌধুরী, হেলাল উদ্দিন হেলালী, হাসানুল ইসলাম আদর, মেহরাজ উদ্দিন মিরাজ, আওরঙ্গজেব বুলেট, মনজুরুল কাদের, আজিজুল হক আজিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ যথাক্রমে জয়নাল আবেদীন, বাহাদুর হক, জমিল হোসাইন, মনছুর আলম, নুরুল আবছার, মাহমুদুল করিম, নুরুল আলম, জাফর আলম সিআইপি, কাজল মেম্বার, নুরুল আমিন, শওকত ওসমান, নেজাম উদ্দিন, রেজাউল করিম সেলিম, আরঙ্গজেব বুলেট, মাহফুজ, নিয়াজুল ইসলাম বাদল, মিরানুল ইসলাম মিরান, ফিরোজ আহমেদ চৌধুরী, আতিকুর রহমান হানু, নুরুল ইসলাম, মোজাফফর আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুল হক মামুন, কৃষক লীগের সভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম রাসেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জয়নাল হাজারী, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, কামরুল ইসলাম রোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীবসহ সর্বস্তরের নেতাকর্মীরা। বর্ধিত সভার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জাফর আলমের পক্ষ থেকে উপস্থিত সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা জানান- আগামী ২৭ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মবার্ষিকী। এই উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তন্মধ্যে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা এবং বিকেলে সিস্টেম কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দিনব্যাপী এসব অনুষ্ঠানে সবার উপস্থিতি নিশ্চিত করার জন্য বর্ধিত সভায় গুরুত্বারোপ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।