কয়েক মাস নেতৃত্ব শূন্যতার পর আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল বলে জানিয়েছে বিবিসি।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছর পদত্যাগে বাধ্য হন প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। গত মার্চে এ অভিযোগে অভিশংসিত হন তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীরা সোমবার শেষবারের মতো প্রচারণা চালান। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে দেশটির বাম ঘেঁষা প্রার্থী মুন জায়ে ইনকে এগিয়ে থাকতে দেখা গেছে। গ্যালাপ কোরিয়ার সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ১৩ জন প্রার্থীর মধ্যে ডেমোক্রেটিক পার্টির মুন জায়ে ৩৮ শতাংশ এবং মধ্যপন্থী আন চিওল সু ২০ শতাংশ ভোট পেতে পারেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।