২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

 

এন.এ সাগর, কক্সবাজার:

কক্সবাজারে কন্যাশিশু ও যুব নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন, ও নেতৃত্ব বিকাশে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (এপ্রিল ৩০) বিকালে কক্সবাজারের অভিজাত হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে ৩০ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করা হয়।

গৌরবের এই ৩০ বছরের পথচলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিগত তিন দশক ধরে একটি আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা হিসেবে সারা বাংলাদেশে সক্রিয়ভাবে দেশের ৪০টি জেলায় কাজ করছে। ১৯৯৪ সালে, প্ল্যান ইন্টারন্যাশনাল সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশে তার উন্নয়ন প্রচেষ্টা শুরু করে এবং সময়ের সাথে সাথে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের; বিশেষত কন্যাশিশু ও যুব নারীদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের শিক্ষায়, সুরক্ষায়, তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে চলেছে।

সম্মানিত অতিথির বক্তব্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার দপ্তরের উপ-সচিব মোহাম্মদ তালুত বলেন, “আমি আজকে মোহাম্মদ মিজানুর রহমান, (অতিরিক্ত সচিব) আরআরআরসি-এর পক্ষে তার বার্তা নিয়ে এসেছি যে আমাদের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মঙ্গলের জন্য একটি পরিকল্পনা করতে হবে। আমরা চাই রোহিঙ্গা জনগণের জন্য মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হোক।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রুবাইয়া আফরোজ, অতিরিক্ত ডেপুটি কমিশনার (এইচআরএম) ডিসি অফিস, মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কক্সবাজার। অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উক্ত সভায়, স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। তিনি বলেন “এখনো প্রতি ৩ জন নারীর একজন তার পরিবার থেকে শুরু করে নানা পর্যায়ে বৈষম্যের শিকার হচ্ছেন। জাতিসংঘের জরিপ অনুযায়ী আমরা জানি এই বৈষম্য দূর করতে ১৩১ বছর লাগবে। বাংলাদেশের সকল স্তরে সমতা ও সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিগত ৩০ বছরের অর্জিত অভিজ্ঞতায় আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন সফলতা ও অর্জনের গল্প তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে ডকুমেন্টারি, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য, পরিবর্তনের গল্প এবং প্রকাশনা উন্মোচন। উদযাপনের অংশ হিসাবে, বিশিষ্ট প্যানেলিস্টদের সাথে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল যেখানে তারা জলবায়ু পরিবর্তন, মেয়ে ও যুব নারীদের ক্ষমতায়ন, শিশু অধিকার, স্বাস্থ্য, সুরক্ষা এবং শিক্ষা নিয়ে আলোচনা করেন। সূচনালগ্ন থেকেই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে উন্নয়ন ও মানবিক সংস্থা হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে মানুষের পাশে।

২০১৭ সাল থেকে কক্সবাজারের জনসাধারণ এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগনের জন্য কাজ করে যাচ্ছে যার মধ্যে অন্যতম হচ্ছে: জরুরী পরস্থিতিতে শিক্ষা, শিশু সুরক্ষা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা, খাদ্য নিরাপত্তা এবং জীবিকা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR), দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জরুরী প্রতিক্রিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।