২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে নাইক্ষ্যংছড়ী লেকে ছাত্র নিখোঁজ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: নাইক্ষ্যংছড়ি লেকে ডুবে দুলাল বড়ুয়া নামক একজন ছাত্র নিখোঁজ হয়ে গেছেে। নিখোঁজ দুলাল বড়ুয়া সহ ৩০ জন বন্ধুবান্ধব পয়লা বৈশাখ উদযাপন করতে নাইক্ষ্যংছড়ি বেড়াতে যায়। রোববার ১৪ এপ্রিল বেলা একটার দিকে তারা সকলে নাইক্ষংছড়ী লেকে সাঁতার কাটতে নামে। সাঁতার কাটা শেষে বন্ধুবান্ধব সবাই লেকের পাড়ে উঠে আসলেও দুলাল বড়ুয়া উঠে আসেনি। দুলাল বড়ুয়া লেকের গভীর পানিতে ডুবে যায়। পরে বিষয়টি নাইক্ষ্যংছড়ী উপজেলা প্রশাসনকে জানানো হলে প্রশাসন রামু ফায়ার সার্ভিসকে খবর দেয়। রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কোন ডুবরী না থাকায় সেখানে গিয়ে তারা সাধারণ দর্শকের ন্যায় চেয়ে থাকানো ছাড়া কিছুই করতে পারেননি। কক্সবাজার, বান্দরবান ফায়ার সার্ভিসে কোন ডুবরী নাথাকায় জরুরীভিত্তিতে ডুবরী পাঠানোর বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ডুবুরী সহ অন্যান্য উদ্ধার সামগ্রী নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে রওয়ানা করেছেন বলে নাইক্ষ্যংছড়ী ঘটনাস্থল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সিবিএন-কে নিশ্চিত করেছেন। ডুবরীসহ চট্টগ্রাম ফায়ার সার্ভিসের টিম নাইক্ষ্যংছড়ী ঘটনাস্থলে পৌঁছাতে কমপক্ষে সন্ধ্যা সাড়ে সাতটা বাজবে বলে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু সিবিএন-কে জানিয়েছেন। লেকে নিখোঁজ দুলাল বড়ুয়া (১৭) নাইক্ষ্যংছড়ী উপজেলার ঘুমদুম ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বৌধি মিত্র বড়ুয়া প্রকাশ দীপু’র পুত্র। নিখোঁজ দুলাল বড়ুয়া উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। বিকেল পৌনে ৬ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেকে নিখোঁজ দুলাল বড়ুয়ার কোন খোঁজ মিলেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।