৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

ফাঁসিয়াখালীতে ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের খৎনা ক্যাম্প উদ্বোধনে এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় শতাধিক শিশুকে বিনামূল্যে করানো হয়েছে খৎনা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামে দিনব্যাপী এই খৎনা ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৭ জুন) সকালে। সকাল ৯টা থেকে দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার দ্বারা পর্যায়ক্রমে শতাধিক শিশুকে এই খৎনা করানোর কার্যক্রম সম্পন্ন হয়। খৎনা শেষে ব্যবস্থাপত্রের সঙ্গে প্রয়োজনীয় অষুধপত্রাদি এবং পরিধেয় বস্ত্র হিসেবে একটি করে লুঙ্গি তুলে দেওয়া হয়েছে।

ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডশনের উদ্যোগে আয়োজিত সকালে এই খৎনা ক্যাম্প উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান বিন রহিম উল্লাহ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার তৈয়ব সিকদার, এসএআরপিভির উপদেষ্টা মাহমুদুল হাসান, আলহাজ শামশুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাছির উদ্দিন, এসএআরপিভির আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, ফাউন্ডেশন চেয়ারম্যানের বাবা রহিম উল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান বিন রহিম উল্লাহ বলেন, ‘এলাকার অসহায়, দরিদ্র গরীব পরিবারের শিশুদের নিয়ে প্রতিবছরই ফাউন্ডেশনের উদ্যোগে এই খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পর্যন্ত হাজারো শিশুকে বিনামূল্যে খৎনা করানো সহ যাবতীয় খরচাদি বহন করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।