ফিফা র্যাংকিংয়ে প্রথম স্থান ধরে রাখা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা দেখা দিয়েছির আর্জেন্টিনা শিবির। কারণ ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ব্রাজিল। তবে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল মেসিরা। সদ্য প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনার পরেই ব্রাজিলের অবস্থান।
এদওয়ার্দো বাউজার দলের সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। র্যাংকিংয়ে এক ধাপ দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল। নেইমারদের সঞ্চয় ১৫৪৪ পয়েন্ট। আর্জেন্টিনার থেকে ৯০ পয়েন্ট কম নিয়ে লাতিন আমেরিকার এই ফুটবল জায়ান্ট দলটির বর্তমান অবস্থান দুই নম্বরে।
ব্রাজিলের ঠিক পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা আছে ১৪৩৩ পয়েন্ট। আর ১৪০৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির অবস্থান চতুর্থ। বেলজিয়াম রয়েছে পাঁচে। তাদের অর্জন ১৩৬৮। বাংলাদেশের অবস্থান ১৮৩তম স্থানে। পয়েন্ট সংখ্যা ৮৪।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।