২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ফিরতে চায় মালয়েশিয়ায় আটক তিন শতাধিক বাংলাদেশি

Malayঅবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে আটক হওয়া তিন শতাধিক মানুষ এখনো আটকে আছে মালয়েশিয়ার বিভিন্ন ক্যাম্পে। তাদের মধ্যে দুই শতাধিক মানুষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ থেকে পাঠানো নাগরিকত্ব সনদের অপেক্ষায় পরিচয় নিশ্চিত করার অভাবেই ঝুলে আছে এসব মানুষের ভাগ্য। দেশে ফেরার আশায় শরণার্থী শিবিরগুলোতে প্রহর গুনছেন মানব পাচারের শিকার হওয়া অসহায় মানুষ।

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফুটপাতে রাখা হয়েছে খালি পা, পরনে একই রঙের গেঞ্জি আর হাড্ডিসার চেহারার এসব মানুষদের। এদের চোখেমুখে ভয়ের ছাপ।  হাতে হাতকড়া আর পায়ে শেকল পড়িয়ে এ হতভাগ্যদের শরণার্থী শিবির থেকে মালয়েশিয়ার বিমানবন্দরে আনা হয়। অভাব ঘোচাতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিল হাজারো মানুষ। সাগরে ভাসা ট্রলারে খাবার আর পানির অভাবের সঙ্গে দালালদের ভয়াবহ নির্যাতন। পানি না পেয়ে কেউ প্রস্রাব খেয়েছেন, কেউ বা চোখের সামনে সহযাত্রীর মৃত্যু দেখে অপেক্ষা করেছেন নিজের মৃত্যুর। শেষ পর্যন্ত উপকূলরক্ষীদের হাতে মালয়েশিয়ায় আটক ৭১৬ জনের মধ্যে পরিচয় নিশ্চিত হয়েছে ৪৪৬ জনের।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হুমায়ুন কবির জানান, ‘আমরা চেষ্টা করব ঈদের পরপরই যত তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানো যায়। আমাদের সকল প্রস্তুতি  রয়েছে, শুধু ভেরিফিকেশনটা এসে গেলেই এদেরকে পাঠিয়ে দিতে পারব।’

মালয়েশিয়ার শরণার্থী শিবিরে মানবপাচারের শিকার এসব অসহায় মানুষ এখন তাকিয়ে রয়েছেন নাগরিকত্ব সনদের অপেক্ষায়। আর যারা সব হারিয়ে দেশে ফিরছেন, তারা অপেক্ষা করছেন সরকারের নীতি সহায়তার দিকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।