২০ জানুয়ারি, ২০২৫ | ৬ মাঘ, ১৪৩১ | ১৯ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফুলছড়ি রেঞ্জে সামাজিক বাগান দখল উচ্ছেদ করতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ

কক্সবাজারের উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের ২০০৪-০৫ সালের প্রায় ১০ হেক্টরের অধিক সামাজিক বাগান দখল উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন বিভাগীয় বন কর্মকতা ড. শাহি-ই আলম। গতকাল বুধবার দুপুরে তিনি সরেজমিন পরিদর্শণ পূর্বক এ নির্দেশ দেন। এসময় চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, ফুলছড়ি এসিএফ মো: ইউছুপ, রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবির, খুটাখালী বিট কর্মকর্তা আবদু রাজ্জাক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে ফুলছড়ি রেঞ্জের বন ভূমি স্থানীয় ভূমি খেকোরা দখল ও ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছে। বিষয়টি উপকার ভোগীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় দৈনিক সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বন বিভাগের টনক নড়ে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিভাগীয় বন কর্মকর্তা। এসময় তিনি উপকার ভোগীদের সাথে কথা বলে স্থানীয় দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নির্মানাধীন ঘর উচ্ছেদের নির্দেশ দেন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম সামাজিক বাগান দখল করে যারা ঘর নির্মাণ করেছেন দলীয় লোক হলেও তাদেরকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন। এদিকে স্থানীয়রা প্রতিদিন বন নিধনযজ্ঞ ও পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ চলতে থাকলে আগামীতে বনায়ন সৃজনের মতো আর কোন পরিবেশ থাকবেনা বলে মনে করছেন।
২০০৪-০৫ সালের ০৩ নং প্লটের উপকারভোগী ফাতেমা বেগম জানিয়েছেন ইতিমধ্যে তাদের প্লটে ২/৩ টির অধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। তাদের অভিযোগের ভিত্তিতে বন বিভাগ একাধিকবার উচ্ছেদ করলেও সরকারী দলের নাম ভাঙ্গীয়ে এক শ্রেনীর পাতি নেতা গাছ কেটে পাহাড় দখল অব্যাহত রেখেছে। এদিকে একইদিন দুপুরে মধুর শিয়ার জবর দখল ও স্থাপনা পরিদর্শণ করেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য ফুলছড়ি রেঞ্জের বেশ ক‘টি সামাজিক প্লটের দলিল হস্তান্তর করা হলেও অন্যান্য বন ভূমি, বনদস্যূ, হেডম্যান ভিলিজার ও গাছ চোরদের থাবায় বেহাত হয়ে গেছে। আর ঐ সব বন ভূমিতে বর্তমানে হাজার হাজার ঘরবাড়ি ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বিশেষ করে মেধাকচ্ছপিয়া ও ফুলছড়িতে ২ হাজার হেক্টর বন ভূমির জায়গা অবৈধ দখলদারদের দখলে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।