২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

ফুলেল শুভেচ্ছা ও জনতার ভালবাসায় সিক্ত হয়ে ফিরলেন এমপি বদি ও জুনিয়র বদি

teknaf-pic-a-24-11-2016
দূদকের দায়ের করা মামলায় ১৮দিন কারাভোগের পর জামিন পেয়ে নির্বাচনী এলাকায় ফিরে জনতা ও দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা,ভালবাসায় সিক্ত হলেন এমপি আব্দুর রহমান বদি এবং তনয় শাওন।
জানা যায়-২৪নভেম্বর সকাল হতে শুভাকাংখী,দলীয় নেতা-কর্মী,জনপ্রতিনিধিরা মোটর সাইকেল এবং মাইক্রো-নোহার বহর নিয়ে এমপি আব্দুর রহমান বদিকে বরণ করার জন্য কক্সবাজার বিমান বন্দরে গমন করেন। দুপুরে বিমান হতে অবতরণ করলে জেলা আওয়ামী লীগসহ নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন নেন। সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রাখার পর তিনি বহর নিয়ে টেকনাফের উদ্দেশ্যে গমন করেন। খোলা গাড়ির বুকে দাড়িয়ে এমপি আব্দুর রহমান বদি ও তনয় আব্দুল্লাহ আরমান শাওন প্রধান সড়কে দাড়ানো হাজার হাজার জনসাধারণকে হাত নেড়ে অভিবাদন জানান। পথিমধ্যে শত শত তোরণে হাজার হাজার দলীয় নেতা-কর্মী,শুভাকাংখী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন। টেকনাফ পৌঁছতে তিনি মরিচ্যা বাজার, কোটবাজার,উখিয়া,হ্নীলা বাসষ্টেশন ও টেকনাফ পৌর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় তিনি বলেন জনতার ভালবাসায় ঋণী হওয়ার পাশাপাশি অনুপস্থিতিতে সমালোচনার জবাব দেন। এরপর তিনি জনতার উদ্দেশ্যে বলেন আমি আপনাদের ভালবাসায় বেঁচে আছি,এখনো রয়েছি এবং আগামীতেও আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের ভালবাসার ঋণ;শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শোধ করার চেষ্টায় রয়েছি। আপনারা আমার সাথী হিসেবে থাকলে আমি সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো ইনশল্লাহ। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।