২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে খুনিয়া পালং ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত

ফ্রান্সে মহানবীকে (সা.) নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে খুনিয়া পালং ইউনিয়নে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এসময় ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জনের ডাক দেয়া হয়।

সোমবার আছরের নামাজের পূর্বে থেকে বানিয়ার দোকান স্টেশনে,ইউনিয়নের আলেম-উলামা ও যুব সমাজের সমন্বয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাংবাদিক আব্দুল মাবুদ বলেন, ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযােগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুসলমানদের হৃদয় স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুইশাে কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ।

মানব বন্ধনের প্রদান সমন্বয়ক হাফেজ মৌলানা আবু নাছের ব্যক্তবে বলেন ফ্রান্স সরকার প্রধান গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে। তাই মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা। ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও তারা জোর দাবি জানান।

মানব বন্ধনের প্রধান উপদেষ্টা মাওলানা আলী আহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,
প্রধান অতিথি হিসেবে জনাব সাংবাদিক আব্দুল মাবুদ চেয়ারম্যান ৯নং খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি: রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মাওলানা আব্দুল খালেক কাওসার সাহেব, মারকাযুল হুদা আল উসলামী মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা কেফায়ত উল্লাহ সাহেব, রুমখাঁপালং ইসলামীয়া আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আব্দুল্লাহ এম এম,জনাব আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী, জনাব মাওলানা মুফতি ফজলুল করিম হলোদিয়া পালং উখিয়া, মাওলানা নূরুল হুদা সাহেব ধেছুয়াপালং, ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা ক্বারী আবু নাছের সাহেব, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আব্দুল্লাহ বিদ্যুৎ, কালোয়ারখলা রহমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা নূরুল আলম সাহেব, মাওলানা শামসুল আমীন সাহেব কেছুবনিয়া, মাওলানা নূর হোছাইন সাহেব, পূর্ব ধেছুয়াপালং, মাওলানা ফখরুল ইসলাম দারিয়ার দিঘী, মাওলানা ছালামত উল্লাহ দারিয়ার দিঘী, মাওলানা আব্দুল গফুর বড়ঢেবা দারিয়ার দিঘী, মাওলানা ক্বারী আবু তাহের, সুলতান আহমদ মেম্বার, জহির উদ্দীন চৌধুরী, মুজিবুর রহমান সিকদার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।