২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফ্লোরিডা হামলায় নিহত ৫, আহত ৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরের হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটক ব্যক্তি মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটলিয়নের হয়ে প্রায় এক বছর কাজ করেন তিনি। তার মানসিক সমস্যার কথা উঠে এসেছে বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদামাধ্যমে। ২০১৬ সালের আগস্টে তিনি চাকরিচ্যূত হন। ফ্লোরিডার ওই হামলায় ৫ জন নিহত এবং ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বিবিসি জানিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় হা্মলা চালায় এক বন্দুকধারী। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। আর এক টুইটে আহত আটজনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে ব্রাউড কাউন্টি শেরিফের দফতর। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যসম সিএনএন জানায়, হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তিনি একাই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা হামলার কারণ জানার চেষ্টা করছেন।

মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, অন্তত ১৩ ব্যক্তির ওপর গুলি চালানো এই সন্দেহভাজন বন্দুকধারীর নাম ইস্তেবান সান্তিয়াগো। তিনি একজন মার্কিন নাগরিক।

ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী সান্তিয়াগোর জন্ম নিউ জার্সিতে। ২ বছর বয়সে তিনি পুয়ের্তো রিকোতে স্থানান্তরিত

কোনও সূত্রের উল্লেখ ছাড়াই ওই সন্দেহভাজন হামলাকারীকে ইস্তেবান সান্তিয়াগো নামে পরিচয় করিয়ে দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। অবশ্য এবিসি নিউজ আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের বরাত দিয়ে তার নাম-পরিচয় প্রকাশ করেছে। তবে আনুষ্ঠানিকভাবে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সূত্রগুলো এ ব্যাপারে কিছু জানায়নি এখনও।

এপির খবর থেকে জানা যায়, সান্তিয়াগো মানসিক চিকিৎসা নিচ্ছিলেন। সন্দেহভাজন ওই বন্দুকধারীর বড় ভাই এপিকে জানিয়েছেন, সান্তিয়াগোর প্রেমিকাই তাদের পরিবারকে প্রথমে ওই মানসিক সমস্যার কথা জানান। তবে তিনি কী ধরনের চিকিৎসা নিতেন তা জানা যায়নি।

২০০৭ সাল থেকে তিনি ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন বলে এবিসি নাইনের খবরে জানানো হয়। পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের পক্ষে একজন মুখপাত্র এবিসি নাইনকে জানান, ২০১০ সালে তাকে ইরাকে নিয়োজিত করা হয়। ১৩০ তম ইঞ্জিনিয়ার ব্যাটলিয়নের সঙ্গে এক বছর কাজ করেছেন তিনি। আলাস্কার সেনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০১৬ সালের আগস্টে কর্তব্যে অবহেলার অভিযোগে তাকে পদচ্যূত করা হয়।

বিমানবন্দরে হামলা
এর আগে সন্দেহভাজন হামলাকারী কানাডিয়ান নাগরিক বলে ধারণা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কানাডিয়ান দূতাবাস ওই অভিযোগ প্রত্যাখ্যান করে। এখন এসে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, হামলার সঙ্গে কোনও কানাডিয়ানের সংযোগ পাওয়া যায়নি।

ব্রাউড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল তখন জানিয়েছিলেন, এখনও হামলাকারীর নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তিনি দাবি করেন, ‘কোনও আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়েনি। তাকে শেরিফ অফিসে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই।’

তবে গুলিবর্ষণের সঙ্গে সঙ্গেই বন্দুকধারীকে পুলিশ গুলি করে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির কাছে দাবি করেছেন একজন প্রত্য ক্ষদর্শী। তার দাবি, ‘আতঙ্কিত লোকজন প্রাণে বাঁচতে উদভ্রান্তের মতো দৌঁড়াতে থাকে। একজন আরেকজনের ওপর পড়ে যেতে থাকে। সবাই দ্রুত দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইছিল।’

অপর একজন প্রত্য্ক্ষদর্শী মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসিকে জানান, ‘হামলাকারী ছিলেন ‘হালকা-পাতলা’ গড়নের। তার পরনে ছিল স্টার ওয়ার্সের টি-শার্ট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।