বইমেলায় এসেছে বাস্তবধর্মী ঘটনা অবলম্বনে মইনুল খানের ‘স্বর্ণমানব’ নামের গোয়েন্দা কাহিনি। এতে সাম্প্রতিক স্বর্ণ আটকের চমকপ্রদ কাহিনি তুলে ধরা হয়েছে। চোরাচালান প্রতিরোধে প্রতিটি ঘটনা একেকটি গোয়েন্দা গল্প।
মইনুল খান বলেন, ‘আমরা সামনে স্বর্ণ আটক দেখছি। পেছনের এসব গল্প কজন জানছি? বইটিতে পাঠকের গোয়েন্দা কৌতুহল মিটবে। অন্যদিকে, স্বর্ণ চোরাচালান নিয়ে অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে।’
তিনি জানান, আটটি গল্প আছে বইতে। গল্পগুলোর নাম: স্বর্ণমানব, কাইলা চোর, চোখে চোখ, ছদ্মবেশে, কোকেন উদ্ধারের নেপথ্যে, এত সোনা যায় কোথায়?, যা মিলেছে …, স্বর্ণ কতটুকু ধরা পড়ে?
বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোমিন উদ্দীন খালেদ।
বইমেলার ১১ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।