২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

বউ বাজারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

“উখিয়ার প্রসিদ্ধ গ্রাম বউ বাজারে বাড়ছে কোটিপতি : এদের আয়ের উৎস কি?? ” শিরোনামে গত ২ ফেব্রুয়ারি বিভিন্ন স্থানীয় দৈনিক এবং অনলাইনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বউবাজার বাসী। সংবাদে উল্লেখ করা হয় বউবাজারে হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের নুন আনতে পানতা পুরায় এইরকম অবস্থা ছিল। এছাড়াও উল্লেখ করা বনবিভাগের জায়গা দখল করে আলিশান ঘরবাড়ি তৈরি করতেছেন।
প্রকৃতপক্ষে বউবাজার এলাকার প্রতিটি ঘরের অন্তত একজন ধারদেনা করে বিদেশ গ্রমণ করেছেন। দুবাই, ওমান, কুয়েত, সৌদিআরব, বাহরাইন, কাতারসহ বিভিন্ন দেশে বউবাজারের মানুষের অবস্থান রয়েছে। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের অনেক যুবক ইউরোপে অবস্থান করছেন। অনেকের আবার প্রবাস জীবন ত্রিশ উর্ধ্ব । প্রবাসে থাকার সুবিধার্থে ঘরবাড়ি তৈরি অন্যায় কিছু নয় বলে জানান তারা। কাতার প্রবাসি উত্তম কুমার দাবি করেন, তিনি ১৪ বছর যাবত বিদেশে থাকেন।
এলাকাবাসি ও শীলকল্যান বহুমুখি সমবায় সমিতির সভাপতি বাবু অজিত শীল দাবি দকরেন, এলাকার অনেক যুবক বিদেশেরয়েছে। এমন লোকও আছে ত্রিশ বছর ধরে বিদেশে রয়েছে। এদিকে বন বিভাগের জায়গা দখলের কথাটি পুরোপুরি সত্যি নয়। বাংলাদেশী সহায় সম্বলহীন কয়েকজন নাগরিক বনবিভাগের জমিতে সামান্য আশ্রয় নিয়েছে। পুরো কক্সবাজার জেলায়ও বনবিভাগের জমি দখলের ঘটনা ঘটছে সচরাচর। এ বিষয়ে ৩নং হলদিয়া ৮নং ওয়ার্ডের ইউ পি মেম্বার বাবু স্বপন শর্মা রনির কাছে জানতে চাইলে উনি বলেছেন যে ঐ উক্ত নিউজ প্রকাশের বিষয়ে উনি কিছুই জানতো না এবং উনার কাছে এ বিষয়ে কেউ জিজ্ঞাসাবাদও করেননি। প্রকাশিত ভূয়া, বানোয়াট ভিত্তিহীন সংবাদে প্রশাসনকে ঘোমরা করার চেষ্ঠায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বউবাজারবাসী। এছাড়া সংবাদ প্রকাশে সাংবাদিক ভাইদের আরো সচেতন হওয়ার উচিত বলে মন্তব্য করেন।
এলাকাবাসি দাবি করেন, এলাকার একটি কুচক্রীমহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করেছেন।

প্রতিবাদকারি-
বাবু স্বপন শর্মা রনি
ইউপি সদস্য, ৮ নং ওয়ার্ড, হলদিয়া ইউপি।
বাবু অজিত শীল, সভাপতি, শীল কল্যান সমবায় সমিতি, বউ বাজার। উত্তম কুমার, কাতার প্রবাসি ও এলাকার সর্বস্তরের লোকজন।
বউবাজার, উখিয়া, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।