১৯ নভেম্বর, ২০২৪ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়   ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা

বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৬ দফাই ছিলো বাঙ্গালীর মুক্তির সনদ

সংবাদ বিজ্ঞপ্তি :
পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে ৬ দফা আন্দোলনের ভূমিকা অপরিসীম উল্লেখ করে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, ছয় দফা আন্দোলন আকস্মিকভাবে গড়ে ওঠা কোন আন্দোলন নয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে পুর্ব বাংলার মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকচক্র অন্যায়ভাবে যে সীমাহীন অত্যাচার, নিপীড়ন ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিলো তারই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন। মহান নেতার সেই ডাকেই আজকের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, লে. কর্নেল ফোরকান আহমেদ, এডভোকেট রনজিত দাশ, এডভোকেট মমতাজ আহমদ, সোহেল আহমদ বাহাদুর, শফিউল্লাহ আনসারী, এস এম সাদ্দাম হোসেন।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা এমপি আশেক উল্লাহ রফিক, শাহ আলম চৌধুরী, আবদুল খালেক, নুরুল আবছার, এড.ফরিদুল আলম, এডভোকেট তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমেদ শামীম, জিএম আবুল কাশেম, নুরুল আজিম কনক, এড.জিয়াউদ্দিন আহমদ, এডভোকেট নাসরিন সিদ্দীকা লীনা, বদরুল হাসান মিল্কী, দুলাল কান্তি দাশ, হাসান তারেকসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।