১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বঙ্গোপসাগরে অর্ধশতাধিক ফিশিং ট্রলারে ডাকাতি

boat
কক্সবাজারের কূলবর্তী বঙ্গোপসাগরে গত দুইদিনে অর্ধশতাধিক ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ও আগেরদিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বঙ্গোপসাগরের সোনাদিয়া ও পাটুয়ারটেকের মাঝামাঝি অঞ্চলে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের মারধরে শতাধিক মাঝিমাল্লা আহত হয়েছে। ডাকাতেরা ট্রলারের মাছ, জাল, রসদপত্রসহ অন্তত ৫ কোটি টাকার মালামাল লুট করেছে বলে জানায় কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি। কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, বঙ্গোপসাগরের সোনাদিয়া ও পাটুয়ারটেকের মাঝামাঝি অঞ্চলে শুক্রবার ও বৃহস্পতিবার এই দুইদিনে কক্সবাজারের অন্তত অর্ধশতাধিক ফিশিং ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ট্রলারের জাল, মাছ, যন্ত্রাংশ, রসদপত্র, মাঝিমাল্লাদের ব্যবহৃত মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে। এ সময় ডাকাতদের মারধরে শতাধিক মাঝিমাল্লা আহত হয়েছেন। তিনি আরো জানান, গত দুইদিনে শহরের এন্ডারসন রোডের হাজী আবু তাহের সওদাগরের মালিকানাধীন এফবি ছেনুয়ারা ও এফবি ছকিনা, পেশকারপাড়ার ফজল করিমের মালিকানাধীন এফবি ছমিলা, একই এলাকার মোহাম্মদ আলমের মালিকানাধীন এফবি শামীম, আবদুল মাবুদের মালিকানাধীন এফবি আত্তি, নুরুল আবছারের মালিকানাধীন এফবি জান্নাত, আলহাজ্ব ফরিদ আলমের মালিকানাধীন এফবি শারমীন, তার ভাই শহীদুল ইসলামের মালিকানাধীন এফবি জাভেদ, শহরের মাঝিরঘাটের মাহমুদুল হকের মালিকানাধীন এফবি রুবি আকতার, টেকপাড়ার মোহাম্মদ সরওয়ারের মালিকানাধীন এফবি আকিভ, কক্সবাজার সদরের খুরুশকুলের নুরুল আলমের মালিকানাধীন এফবি ফৌজি আলম, শহরের নতুন বাহারছড়ার বজল করি ভূট্টোর মালিকানাধীন এফবি তানজিয়া, একই এলাকার আয়ূব আলীর মালিকানাধীন এফবি মিসকাত, নতুন ফিশারীপাড়ার আমির হোছনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া, উত্তর নূনিয়াচড়ার হোছন বহদ্দারের মালিকানাধীন এফবি মোবারেকাসহ অন্তত অর্ধশত ট্রলার ডাকাতির শিকার হয় বলে জানান কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ।তিনি আরো জানান, এফবি মোবারেকা চলতি মাসের ৬ তারিখও একইভাবে ডাকাতির শিকার হয়। জেলা বোট মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সাম্প্রতিককালে বঙ্গোপসাগরে জলদস্যুদের ‘রামরাজত্ব’ কায়েম হয়েছে মন্তব্য করে বলেন, প্রায় প্রতিদিনই সাগরে ১/২টি করে ট্রলার ডাকাতি হয়। মাত্র ২০দিন আগেও একই সঙ্গে ১২টি ট্রলার ডাকাতির শিকার হয়েছে। তবে একই সঙ্গে অর্ধশতাধিক ট্রলার ডাকাতির ঘটনা গত দেড়বছরে আর ঘটেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।