কক্সবাজারের রামুতে নিজ নামে এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ করেছেন জননেতা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের কোন দেশ বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে পারেনি। বছরের প্রথমদিন ৩৬ কোটি ৮০ লাখ বই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষাখাতে সরকারের এটি অভাবনীয় সাফল্য ও বিশ্বরেকর্ড। আওয়ামীলীগ সরকার নানামুখী উন্নয়নসহ শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
রোববার (১ জানুয়ারী) সকালে রামু উপজেলার কাউয়ারখোপ উখিয়ারঘোনা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, স্বাধীনতার পর রামুতে ৪৩ বছরে ১২টি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। গেল আড়াই বছরে আমরা রামু উপজেলায় ১০টি স্কুল প্রতিষ্ঠা করেছি। রামুকে সামগ্রিক ভাবে আলোকিত করতে ও শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ কমলের সহধর্মীনি ছৈয়দা সেলিনা সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানি, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা নির্বাহী অফিসার শাহজান আলী, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহাম্মদ, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, প্রাবন্ধিক এম. সুলতান আহমদ মনিরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এরশাদ উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি হাজী মো. আনোয়ার, আবছার কামাল, সাইফুল ইসলাম, মো. হোসেন, আনার কলি মেম্বার, নেভু রাণী শর্মা মেম্বার, রফিক মেম্বার, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, সদস্য আবুল হোসেন মেম্বার, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, ছৈয়দ আলম, বিদ্যালয়ের জমিদাতা সিরাজুল হক ও সৌদি প্রবাসী আবু তাহেরের বাবা নুর মোহাম্মদ, ছাত্রলীগ নেতা নেওয়াজ, শের আরফাত সোহেল, মো. নোমান প্রমূখ।
বই বিতরণ অনুষ্ঠান উপলক্ষে নেতৃবৃন্দসহ এমপি সাইমুম সরওয়ার কমল স্বপরিবারে কমল উচ্চ বিদ্যালয়ে পৌঁছুলে এলাকার সর্বস্তরের জনসাধারণ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন সাংসদ কমলসহ পরিবারের সদস্যরা।
এদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কক্সবাজার জেলা পরিষদ সদস্য সামশুল আলম চেয়ারম্যান জানান, গেল সমাপনী পরীক্ষায় ৮১ জন ৬ষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন শিক্ষার্থী ৭ম শ্রেণীতে কৃতির্তের সাথে উত্তীর্ণ হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় আগামীতে নবপ্রতিষ্ঠিত এ বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।
এর আগে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রামু কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। এসময় রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানি, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা নির্বাহী অফিসার শাহজান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছালামত উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, রামু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী বড়–য়া, রামু কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।