অনিরাপদ পানির কারণে বাংলাদেশে প্রতি বছর ৭ কোটি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এতে অনেকের আবার মৃত্যুও ঘটছে। অপরিকল্পিত নগরায়ন ও অপরিকল্পিত পানি ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের পানি খাতে সমস্যা বাড়ছে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ তথ্য জানায় ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির পক্ষে বলা হয়, বিভিন্ন মহল থেকে দেশের ৮৭ শতাংশ জনগণ সুপেয় নিরাপদ পানি পাচ্ছে বলা হয়। বাস্তবে দেশের অধিকাংশ নাগরিক পানির অভাবে বিভিন্ন রোগে ভুগছে। দেশে প্রতি বছর ৭ কোটি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। অনেকের আবার মৃত্যুও ঘটছে।
টিআইবি আরো জানায়, পরিবেশ রক্ষায় বাংলাদেশে আইনি কাঠামো থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে পানি দূষণ কমছে না।
এ সময় পানি দূষণ ও নিরাপদ পানি জনসাধারণকে পৌঁছে দিতে আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ এবং পানি দূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি- জরিমানা আদায় নিশ্চিতের কথা বলে সংস্থাটি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।