২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

বদরখালীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের উদ্যোগে গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন

চকরিয়া উপজেলার বদরখালীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল সোমবার বিকালে বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির হল রুমে ইফতার মাহফিল ও গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফজলুল করিম সাঈদী স্থানীয় গরীব পরিবারের নারী পুরুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন।
বদরখালী মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি হুমায়ুন কবির মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ছরওয়ার আলম, শেখ সালাহ উদ্দিন ছিদ্দিকী বিশিষ্ট আওয়ামীলীগ নেতা,জসিম উদ্দিন কিশোর, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বদরখালী ইউনিয়ন শাখা, ছাত্রলীগ নেতা ওসমান গনি,ইসমাইল হোছাইন রিপু,মঈন উদ্দিন,সরওয়ার কামাল, আব্দুর রশিদ ছোট্টু, ডালিম, স্থানীয় মসজিদের ইমাম প্রমুখ। অনুষ্ঠানে বদরখালী মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের কমিটির সকল সদস্য, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, ক্রীড়ানুরাগী, সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফেজ ছিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে ফজলুল করিম সাঈদী বলেন, আগামী বছর থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধার স্মৃতির স্মরণে বড় পরিসরে অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের ২০১৭ সালের ১১ বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফজলুল করিম সাঈদী। কমিটিতে যথাক্রমে হুমায়ুন শরীফ মিটু সভাপতি, আমির হোছাইন আমু,সাধারণ সম্পাদক ও ইসমাইল হোছাইন রিপু সহ- সভাপতি নির্বাচিত হন।
অনুষ্ঠানে বদরখালী ইউনিয়নের শতাধিক গরীব পরিবারের নারী পুরুষের হাতে বদরখালী মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে আলোচনা সভা শেষে উপস্থিত নারী-পুরুষসহ অন্তত দুইশত জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।